দূর্গাপুরের বিমানবন্দর উত্তরাখণ্ডে! অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের ট্যুইট ঘিরে কেন্দ্রকে কটাক্ষ তৃণমূলের 

মা উড়ালপুলের পর এবার দুর্গাপুরের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর। রাজ্যের ছবি ব্যবহার নিয়ে ফের বিজেপিকে বিঁধলো তৃণমূল। কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের প্রচারমূলক একটি ট্যুইটে পশ্চিবঙ্গের দুর্গাপুরের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের ছবিকে বিজেপি শাসিত উত্তরাখণ্ডের ছবি দাবি করে ট্যুইট করা হয়। আর এবার এই ট্যুইট শেয়ার করে বিজেপিকে তীব্র কটাক্ষ করে পালটা ট্যুইট করেছে ঘাসফুল শিবির। 

তৃণমূলের তরফে ট্যুইটে বলা হয়, প্রথমে মা ফ্লাইওভার আর এখন দুর্গাপুরের কাজী নজরুল ইসমাল এয়ারপোর্ট।  আমাদের উন্নয়ন দেখানো ছাড়া বিজেপির কিছুই নেই। ঘাসফুল শিবিরের খোঁচা, কীভাবে প্রকৃত উন্নয়ন করতে হয়, বিজেপিকে তার শিক্ষা দিতে পেরে আমরা খুশি। 

উল্লেখ্য, কয়েকদিন আগে আসন্ন বিধানসভা ভোট উপলক্ষ্যে যোগী সরকার উন্নয়নের খতিয়ান তুলে ধরতে একটি সর্ব ভারতীয় ইংরেজি দৈনিকে বিজ্ঞাপন দেয়। তবে বিজ্ঞাপনটিতে পশ্চিবঙ্গের মা ফ্লাইওভারের ছবি দেখা যায়। যা নিয়ে চরম অস্বস্তিতে পড়ে গেরুয়া শিবির। ছবি প্রকাশের পরেই বিজেপিকে তীব্র কটাক্ষ শানায় তৃণমূল। যদিও সংবাদপত্রের তরফে দাবি করা হয়, তাদের ভুলের জেরেই এই ছবি বিভ্রাট ঘটেছে। 

আর এদিন কেন্দ্রের বিজ্ঞাপনে দুর্গাপুরের বিমানবন্দরের ছবিকে উত্তরাখণ্ডের বলে দাবি করায় ফের একবার কেন্দ্রকে একহাত নিয়েছে তৃণমূল।  

Comments are closed.