৪ পুরসভার ভোট নিয়ে মমতা-অভিষেকের উপস্থিতিতে বৈঠক কালীঘাটে, বৃহস্পতিবারই প্রার্থী তালিকা ঘোষণা? 

আগামী ২২ জানুয়ারি রাজ্যের চার পুরসভার পুরভোট। বিধাননগর, চন্দননগর, আসানসোল, শিলিগুড়ির পুরভোট নিয়ে বৃহস্পতিবার কালীঘাটে বৈঠক বসেছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ছাড়াও উপস্থিত রয়েছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসরা। জল্পনা এদিনই বৈঠক শেষে চার পুরসভার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে তৃণমূল। 

৪ পুরসভা যে যে জেলার অন্তর্গত সেই জেলারও নেতারা উপস্থিত রয়েছেন বৈঠকে। বিধাননগর পুরসভার জন্য বৈঠকে উপস্থিত রয়েছেন রাজ্যের মন্ত্রী সৃজিত বসু, সাংসদ কাকলী ঘোষ দস্তিদার, আসানসোল পুরনিগমের জন্য বৈঠকে উপস্থিত রয়েছেন আইনমন্ত্রী মলয় ঘটক। এছাড়াও চন্দননগরের প্রতিনিধি হিসেবে রয়েছেন হুগলী জেলা সভাপতি স্নেহাসিস চক্রবর্তী এবং রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। 

বিধাননগর পুরসভায় কাদের প্রার্থী করে তৃণমূল সেদিক তাকিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে। কারণ, কয়েকমাস আগে তৃণমূলে ফিরে এসেছেন বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী চক্রবর্তী। তাঁকে দল এবারে প্রার্থী করে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এদিকে একইভাবে বাকি তিন পুরসভায় মেয়র মুখ ঘোষণা করে তৃণমূল ভোট ময়দানে নামে কিনা তা নিয়েও নানান আলোচনা শুরু হয়েছে। 

Comments are closed.