গুরুংয়ের সিদ্ধান্তকে স্বাগত, মমতার হাত ধরেই শান্তি ফিরবে পাহাড়ে, জোড়া ট্যুইট তৃণমূলের

নাটকীয় পরিস্থিতির মধ্যে দিয়ে কলকাতায় বসে সাংবাদিক সম্মেলন করে মোর্চা নেতা গুরুং জানান, বিজেপিকে সবক শেখাতে তিনি মমতার হাত ধরতে চান। বিমল গুরুংকে স্বাগত জানিয়ে ট্যুইট তৃণমূলের। এনডিএ ত্যাগ এবং মমতার হাত ধরার গুরুংয়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাজ্যের শাসক দল।

বুধবার ধর্মতলার হোটেলে বসে সাংবাদিক বৈঠক করেন গোর্খা জনমুক্তি মোর্চার পলাতক নেতা বিমল গুরুং। পাশে ছিলেন পাহাড়ের আর এক নেতা রোশন গিরি। সেখানেই বিজেপি ছেড়ে তৃণমূল সঙ্গের কথা ঘোষণা করেন তাঁরা। কিছুক্ষণের মধ্যেই গুরুংদের স্বাগত জানিয়ে পরপর দুটি ট্যুইট করে তৃণমূল।

প্রথম ট্যুইটে তৃণমূলের তরফে বিমল গুরুংদের স্বাগত জানিয়ে লেখা হয়, গোর্খাল্যান্ড ইস্যুকে ভোটবাক্স ভরাতে ব্যবহার করতে চাইছে বিজেপি, আজ বাংলার মানুষের কাছে তা জলের মতো স্পষ্ট।

দ্বিতীয় ট্যুইটে রাজ্যের শাসক দল জানায়, সকলকে নিয়ে পাহাড়ের সত্যিকারের উন্নয়নের পথের শরিক হওয়ার কথা।

সবমিলিয়ে উত্তর বঙ্গের রাজনীতিতে বিজেপির চাপ বাড়ল অনেকখানি।

Comments are closed.