আর্জেন্টিনার সঙ্গে সেমিফাইনালে পেনাল্টি নিয়ে প্রশ্ন ক্রোয়েশিয়ার, রেফারির ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ

এবার রেফারির ভূমিকা নিয়ে ক্ষুব্ধ ক্রোয়েশিয়া। সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ০-৩ গোলে পরাজিত হয় ক্রোয়েশিয়া। সেই ম্যাচের ৩০ মিনিটের মাথায় একটি পেনাল্টি পায় আর্জেন্টিনা। আর সেই পেনাল্টিতে গোল করেন মেসি। আর এতেই ১ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর আরও দুটি গোল করেন ইউলিয়ান আলভারেজ। কিন্তু পেনাল্টি গোল নিয়ে প্রশ্ন তোলেন ক্রোয়েশিয়া কোচ দালিচ। তিনি বলেন, পেনাল্টি দেওয়ার সিদ্ধান্ত খুব সন্দেহজনক। গোলরক্ষক নিয়ম মেনে যা করার করেছে। কিন্তু পেনাল্টি দেওয়া হল। তিনি প্রশ্ন তুলেছেন এটা কি সঠিক সিদ্ধান্ত?

কোচের সঙ্গে সহমত পোষন করেছেন ক্রোয়েশিয়ার এল এম ১০। মদ্রিচ জানিয়েছেন, আমি সাধারণত রেফারির সিদ্ধান্ত নিয়ে কিছু বলি না। এর আগেও ওই রেফারির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে আর্জেন্টিনাকে শুভেচ্ছা জানিয়েছেন মদ্রিচ। তিনি বলেছেন, কোনওভাবেই আর্জেন্টিনাকে ছোট করা যাবে না। ওরা যোগ্য দল হিসেবেই ফাইনালে খেলবে। কিন্তু প্রথম থেকে বলের পজিশন বেশি ছিল আমাদের। ওই বিতর্কিত পেনাল্টি সব ওলটপালট করে দিল।

উল্লেখ্য, পেনাল্টি দেওয়া নিয়ে প্রতিবাদ জানান মারিয়ো মাঞ্জুকিচ। তাঁকে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন রেফারি। এরপর পেনাল্টি নিয়ে প্রশ্ন ওঠে।

Comments are closed.