ভারতের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক শেষ করতে চলেছে তালিবান শাসিত আফগানিস্তান

আফগানিস্তান তালিবান দখল নেওয়ার প্রভাব পড়ল ভারত-আফগান ব্যবসায়িক সম্পর্কে। দুদেশের মধ্যে বন্ধ হয়ে গেছে পণ্য পরিবহণ। এই কথা স্বীকার করেছে ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন।

তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, আফগানিস্তান থেকে পণ্য ভারতে আসত পাকিস্তানের একটি পথ ধরে। ক্ষমতা দখল করার পর সেই পথ বন্ধ করে দিয়েছে তালিবান। আরও জানা গেছে, ২০২১ সালে আফগানিস্তানে প্রায় ৮৩.৫ কোটি ডলার রফতানি করেছে ভারত। অন্যদিকে প্রায় ৫১ কোটি ডলার পণ্য আমদানি করেছে ভারত।

দুদেশের ব্যবসায়িক সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ায় ভারতের দাম বেড়ে গেছে শুকনো ফলের। কারণ ভারতের বেশিরভাগ শুকনো ফল আসে আফগানিস্তান থেকে। অন্যদিকে চিনি, ওষুধ, পোশাক, চা, কফি, মশলা, ট্রান্সমিটার টাওয়ারের মতো জিনিস আফগানিস্তানে রফতানি করে ভারত। এখন সেইসব রফতানি বন্ধ হয়ে আছে।

ভারত আফগানিস্তানে ৩০০ কোটি ডলার বিনিয়োগ করেছে বলেও জানিয়েছে ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন।

Comments are closed.