রামদেবের বিরুদ্ধে সিঁথি থানায় FIR দায়ের IMA এর বঙ্গ শাখার

রামদেবের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে IMA এর বঙ্গ শাখা

এবার রামদেবের বিরুদ্ধে সিঁথি থানায় অভিযোগ দায়ের করল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA) এর পশ্চিমবঙ্গ শাখা। অ্যালোপ্যাথি নিয়ে রামদেবের বিতর্কিত মন্তব্যের জেরে এই অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গেছে। রামদেবের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে IMA এর বঙ্গ শাখা।

একটি বৈঠকের পর ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন ঠিক করে, দেশের প্রতিটি রাজ্যে রামদেবের বিরুদ্ধে FIR করা হবে। সেইমত শুক্রবার সন্ধ্যায় সিঁথি থানায় FIR করে IMA এর পশ্চিমবঙ্গ শাখা।

IMA এর রাজ্য পদাধিকারী তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন জানিয়েছেন, অ্যালোপ্যাথি ওষুধ নিয়ে বিতর্কিত মন্তব্য ছাড়াও রামদেব সাধারণ মানুষকে কোভিড ভ্যাকসিনেশন নিয়ে ভুল বোঝানোর চেষ্টা করছেন। শান্তনু আরও জানিয়েছেন, আমাদের আয়ুর্বেদিক ওষুধ নিয়ে অভিযোগ নেই। কিন্তু আয়ুর্বেদিক ওষুধের সঙ্গে অ্যালোপ্যাথি ওষুধকে জুড়ে রামদেবের এই মন্তব্যের বিরোধিতা করছি।

সিঁথি থানার অফিসার ইন চার্জ অনিমেষ হাওয়ালদার জানিয়েছেন, অভিযোগপত্রে লেখা রয়েছে, অতিমারিকালে রামদেবের এই ধরনের মন্তব্যে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়ছেন।

সম্প্রতি একটি ভিডিয়োতে রামদেবকে বলতে শোনা যায়, চিকিৎসা বা অক্সিজেন না পেয়ে যত মানুষ মারা গিয়েছেন তার চেয়ে অনেক বেশি মানুষ মারা গিয়েছেন অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে। তাঁর দাবি, অ্যালোপ্যাথি মানে এক দেউলিয়া হয়ে যাওয়া বিজ্ঞান।

Comments are closed.