শিলিগুড়ি জংশন স্টেশনে ইন্টারলকিং-এর কাজ চলবে, বাতিল থাকবে একাধিক ট্রেন

উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের কাটিহার ডিভিশনের শিলিগুড়ি জংশন স্টেশনে কাজ চলবে। সেই কারণে ২৫ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে এবং কিছু ট্রেনের রুট বাতিল করা হয়েছে।

 

জানা গিয়েছে, ২৫ থেকে ২৭ এপ্রিল প্রি- ইন্টারলকিং কাজ এবং ২৮ ও ২৯ তারিখ নন ইন্টারলকিং কাজের জন্য কিছু ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেন আংশিক বাতিল করা হয়েছে এবং কিছু ট্রেনের রুট বদল করা হয়েছে।

 

জানা গিয়েছে, ২৭ থেকে ২৯ এপ্রিল শিলিগুড়ি জংশন মালদা কোর্ট ডেমু স্পেশাল বাতিল থাকবে। অন্যদিকে মালদা কোর্ট থেকে শিলিগুড়ি জংশন পর্যন্ত ডেমু স্পেশাল বাতিল থাকবে ৩০ তারিখ পর্যন্ত। ২৯ ও ৩০ এপ্রিল হলদিবাড়ি থেকে শিলিগুড়ি জংশন ডেমু স্পেশাল ট্রেন বাতিল থাকবে। ২৮ ও ২৯ তারিখ শিলিগুড়ি জংশন-নিউ বঙ্গাইগাও-শিলিগুড়ি জংশন ডেমু স্পেশাল, শিলিগুড়ি জংশন-হলদিবাড়ি ডেমু স্পেশাল ট্রেন বাতিল থাকবে। রুট বদল করা হয়েছে রাজেন্দ্র নগর নিউ জলপাইগুড়ি ক্যাপিটাল এক্সপ্রেসের।

Comments are closed.