বরানগরে BJP প্রার্থী পার্নো মিত্রের প্রচারে ধুন্ধুমার, অভিযোগ অস্বীকার তৃণমূলের

দুই দলের হাতাহাতিতে উত্তপ্ত হয়ে ওঠে বরানগর

বুধবার, পঞ্চম দফার ভোট প্রচারের শেষ দিন। শেষবেলায় ভোট প্রচারে বরানগরের বিজেপি প্রার্থী পার্নো মিত্রের প্রচারে ধুন্ধুমার কাণ্ড। বিজেপি-তৃণমূল, দুই দলের হাতাহাতিতে উত্তপ্ত হয়ে ওঠে বরানগর।

জানা গিয়েছে, এদিন দুপুরে বরানগর পুরসভার ১ নং ওয়ার্ডের সতীন সেন নগর এলাকায় প্রচার করছিলেন পার্নো। বাইক নিয়ে রোড শো করার সময়ই তৃণমূলের স্থানীয় সমর্থকেরা হামলা চালায়, বিজেপি কর্মীদের বেধরক মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার জেরে বরানগর থানায় বিক্ষোভ দেখায় বিজেপি প্রার্থী। প্রতিবাদে বি টি রোড অবরোধ করেন বিজেপি সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও শোনা গিয়েছে।

বিজেপি প্রার্থীর অভিযোগ, আমাদের শান্তিপূর্ণ মিছিল চলছিল। সেখান কিছু তৃণমূলের লোক এসে হামলা চালায়। এরপর পার্নো বলেন, বেশ কিছুদিন ধরে আমাদের জায়গায় জায়গায় আটকানো হচ্ছে। আমাদের উদ্দেশ করে গো ব্যাক, গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে। আমাদের ছেলেদের ধমকানো হয়েছে। আরএসি বাজারের কাছে ধরে মেরেছে। আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা হয়েছে। শুধুমাত্র কর্মীরা ছিল বলে গায়ে হাত দিতে পারেনি, অভিযোগ পার্নো মিত্রর।

বিষয়টি নিয়ে পুলিশকে অভিযোগ জানান প্রার্থী। বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

Comments are closed.