কয়লা পাচার কাণ্ডে অভিষেক-রুজিরাকে তলব ইডির

তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এবং তাঁর স্ত্রী রুজিরা ব্যানার্জিকে তলব করল ইডি। কয়লা পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্যই এই তলব বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, আগামী ১ সেপ্টেম্বর রুজিরা ব্যানার্জি এবং ৩ সেপ্টেম্বর অভিষেক ব্যানার্জিকে দিল্লির ইডির দফতরে তলব করা হয়েছে। দু’জনকেই তাঁদের ব্যাঙ্ক নথিপত্র সমেত ইডির দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বক্তৃতা রাখতে গিয়ে অভিষেক ব্যানার্জি বলেন, ইডি-সিবিআইকে দিয়ে তৃণমূলকে রোখা যাবে না।

অভিষেকদের ইডির তলব প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, এ ঘটনা থেকেই প্রমাণিত সারা ভারতের কোন যুব নেতাকে বিজেপির তাবড় তাবড় নেতৃত্ব ভয় পেয়েছেন। নিজেদের রাজনৈতিক স্বার্থে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে বিজেপি।

Comments are closed.