ত্রিপুরা কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন পীযূষ কান্তি বিশ্বাস, তৃণমূলে যোগদানের সম্ভাবনা

ত্রিপুরা কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন পীযূষ কান্তি বিশ্বাস। শনিবার টুইট করে তিনি পদত্যাগের কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, আমি ত্রিপুরার কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিচ্ছি। আমার সকল সতীর্থ, সমর্থক এবং কংগ্রেস নেতাদের ধন্যবাদ এতদিন আমার সঙ্গে থাকার জন্য। আমি রাজনীতি থেকেও অবসর নেব।

তিনি টুইটের শেষে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকেও ধন্যবাদ জানিয়েছেন। আর এরপরই তাঁর তৃণমূলে যোগদানের সম্ভাবনা প্রবল হয়েছে।

কয়েকদিন আগেই কিছুদিন আগেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সুস্মিতা দেব। কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধীকে একটি চিঠি লিখে কংগ্রেস ছাড়ার কথা জানিয়েছিলেন তিনি। এরপরই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির হাত ধরে তৃণমূলে যোগ দেন তিনি। এরপর ফের কংগ্রেসে বড়সড় ভাঙন। তেইশে ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরা কংগ্রেসে এই ভাঙন দলের যথেষ্ট ক্ষতি বলে মনে করা হচ্ছে।

Comments are closed.