ত্রিপুরায় শুরু ‘দাদাকে বলো’; ‘দিদিকে বলো’কে টুকেছে বিজেপি, কটাক্ষ তৃণমূলের

ত্রিপুরাতে এবার দাদাকে বলো কর্মসূচি শুরু বিপ্লব দেব সরকারের। ২০২৩ বিধানসভা নির্বাচন ত্রিপুরায়। ইতিমধ্যেই তৃণমূল কোমর বেঁধে নেমেছে উত্তর পূর্বের রাজ্য দখলে। ত্রিপুরার মাটিতে পদ্ম শিবিরকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে তৃণমূল। এই আবহে বিজেপির দাদাকে বলো কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

১৯০৫, এই নাম্বারে ফোন করে সরাসরি মুখ্যমন্ত্রীর দফতরকে সমস্যার কথা জানাতে পারবেন ত্রিপুরার মানুষ। কর্মসূচির পোশাকি নাম দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকে বলো। জানা গিয়েছে ৬ সেপ্টেম্বর এই কর্মসূচির উদ্বোধন করবেন বিপ্লব দেব।

তৃণমূলের কটাক্ষ, বাংলার দিদিকে বলো থেকে ‘টুকে’ দাদকে বলো কর্মসূচি করছে বিজেপি। তৃণমূল নেতৃত্বের আরও দাবি, এই সব ঘটনা থেকেই পরিষ্কার ত্রিপুরায় নিজেদের রাজনৈতিক জমি হারাচ্ছে বিজেপি। এসব করে কোনও লাভ হবে না।

ঘাসফুল শিবিরের অভিযোগকে মানতে নারাজ বিপ্লব দেব সরকার। ত্রিপুরার বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেন, দিদিকে বলোর সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। রাজ্যের সামগ্রিক উন্নয়নে যাতে কোন ফাঁক না থাকে, ত্রিপুরাবাসী যাতে নিজেরদের সমস্যা সরকারকে জানাতে পারেন সে কারণেই এই কর্মসূচি।

উল্লেখ্য, ২০১৯ লোকসভা ভোটের পরে পশ্চিমবঙ্গে ‘দিদিকে বলো’ কর্মসূচি শুরু হয়। ২০২১ তৃণমূলের ক্ষমতায় প্রত্যাবর্তনের নেপথ্যে ‘দিদিকে বলো’ অন্যতম ভূমিকা নিয়েছে বলে পর্যবেক্ষকদের একাংশ মনে করেন।

Comments are closed.