উইম্বল্ডনে নেই! র‍্যাকেট ছেড়ে বন্দুক তুলে নিয়েছেন ইউক্রেনিয় টেনিস তারকা স্টাখোভস্কি

কেটে গিয়েছে ৯ বছর। বিশ্বের ২ নম্বর টেনিস তারকা রজার ফেডেরারকে উইম্বল্ডনের কোর্টে হারিয়েছিলেন তিনি। সোমবার থেকে শুরু হয়েছে এই বছরের উইম্বল্ডন টেনিস। আর টেনিস কোর্টের ২,৫০০ কিলোমিটার দূরে আছেন ইউক্রেনের টেনিস তারকা সার্গেই স্টাখোভস্কি। যিনি এখন ইউক্রেনের ওপর রুশ হামলার বিরুদ্ধে লড়াই করছেন।

টেনিসকে বিদায় জানিয়ে যিনি নাম লিখিয়েছেন নিজের দেশের সেনাবাহিনীতে। সোমবার থেকে উইম্বল্ডন শুরু হওয়ার আগে একটি টুইট করেন এই ইউক্রেনিয় প্রাক্তন টেনিস তারকা। টুইটে তিনটি ছবি পোস্ট করেছেন তিনি। টুইটের মাধ্যমে স্মরণ করেছেন ২০১৩ সালে রজার ফেডেরারকে পরাজিত করার সেই ছবি। আরেকটি ছবিতে ওপর এক ইউক্রেনিয় টেনিস তারকার ছবি দিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে ২০১৭ সালে আলেকজান্ডার ডলগোপলোভ রজারের বিরুদ্ধে খেলছেন। আর এরপরেই তিনি পোস্ট করেছেন বর্তমান ইউক্রেনের অবস্থা। যেখানে যুদ্ধক্ষেত্রে আছেন এই দুই টেনিস তারকা, যাঁরা এখন টেনিস থেকে অবসর নিয়ে যোগ দিয়েছেন সেনাবাহিনীতে।

সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, সামরিক বাহিনীতে তাঁর কাজের অভিজ্ঞতা নেই। তবে তিনি অস্ত্র চালাতে পারেন। ৩৬ বছর বয়সী এই তারকা চারবার এটিপি (অ্যাসোসিয়েশন অব টেনিস প্রফেশনালস) শিরোপা জেতেন। তিনি জানান, দেশকে বাঁচাতে আমি অবশ্যই লড়াই করবো। এ কারণেই এসেছি। তাঁর বাবা ও ভাই সার্জন। তাঁদের সঙ্গে কথা হয়েছে। তাঁরা বেজমেন্টে থাকছেন।

উল্লেখ্য, এই বছরের উইম্বল্ডন থেকে ব্রাত্য রাশিয়ান ও বেলারুশ খেলোয়াড়রা। এরফলে পুরুষদের বিশ্বের এক নম্বর ড্যানিল মেদভেদেভ এবং আট র‌্যাঙ্কের আন্দ্রে রুবেলেভকে দেখা যাবে না। মেয়েদের মধ্যে প্রথম ২০ তে থাকা ৩ জনকেই দেখা যাবে না। আরিনা সাবালেঙ্কা, দারিয়া কাসাটকিনা এবং ভিক্টোরিয়া আজারেঙ্কাকে দেখা যাবে না। সংবাদ মাধ্যমকে সার্গেই স্টাখোভস্কি জানিয়েছেন, সব ধরনের খেলা থেকে নিষিদ্ধ করা হোক রাশিয়াকে।

Comments are closed.