মকড্রিলে রোগী মৃত্যুতে অভিযুক্ত আগ্রার হাসপাতালকে ক্লিনচিট যোগী সরকারের

উত্তরপ্রদেশে মকড্রিলকাণ্ডে হাসপাতালকে ক্লিনচিট দিল যোগী সরকার। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় আগ্রার একটি বেসরকারি হাসপাতালে অক্সিজেনের অভাবে কজন রোগী বেঁচে থাকতে পারে, দেখার জন্য মকড্রিল করে অক্সিজেন সরবরাহ ৫ মিনিট বন্ধ রাখা হয়।

সেদিনই হাসপাতালে ১৬ রোগীর মৃত্যু হয়। উত্তরপ্রদেশ সরকার ওই হাসপাতালের শুক্রবার রাজ্য সরকার অভিযুক্ত হাসপাতালকে ক্লিনচিট দিল। জানানো হয়েছে, অক্সিজেন মকড্রিল কারণে মৃত্যু হয়নি রোগীদের। কোমর্বিডিটির কারণেই নাকি মৃত্যু হয়েছে তাঁদের। কারোর মৃত্যুই অক্সিজেন সরবরাহ বন্ধ রাখার জন্য হয়নি বলে জানানো হয়েছে।

জানা গিয়েছিল, অক্সিজেন সরবরাহ করতে পারা যাচ্ছে না বলে জানিয়ে দেওয়া হয়েছিল রোগীদের। রোগীদের বাড়িতে ফিরে যেতেও বলা হয়েছিল। কিন্তু রাজি হয়নি কেউ। অবশেষে হাসপাতাল কর্তৃপক্ষ মকড্রিল করে ৫ মিনিটের জন্য অক্সিজেন সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এতেই মৃত্যু হয় ১৬ জন রোগীর।

হাসপাতাল কর্তৃপক্ষকেই একটি ভাইরাল হওয়া ভিডিওতে বলতে শোনা যায়, যে হাসপাতালে মকড্রিল চলাকালীন অক্সিজেন সরবরাহ বন্ধ রাখা হয়েছিল।
ওই ঘটনার পরে তদন্তে নামে পুলিশ। হাসপাতালও সিল করে দেওয়া হয় ৷ শেষপর্যন্ত আগ্রার ওই বেসরকারি হাসপাতালকে ক্লিনচিট দিল উত্তরপ্রদেশ সরকার।

Comments are closed.