উত্তরাখণ্ডে মেঘ ভাঙা বৃষ্টিতে তলিয়ে গেল কমপক্ষে ৫০টি বাড়ি, ভিডিও প্রকাশ পুলিশের

উত্তরাখণ্ডের ফের মেঘ ভাঙা বৃষ্টি। শনিবার বেলা বাড়তেই উত্তরখন্ডের বেশকিছু জায়গায় প্রবল বৃষ্টি শুরু হয়। কালী নদী দিয়ে প্রবল বেগে বয়ে আসে জল। পিথোরাগড়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে কমপক্ষে ৫০টি বাড়ি। এই ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে এক জনের। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছে পিথোরাগড় পুলিশ। সেখানে দেখা যাচ্ছে প্রবল জলের স্রোতে একটি তিন তলার বাড়ি ভেসে যাচ্ছে।

https://twitter.com/UKFireServices/status/1568491269999198208?t=p5D_zSmtUJOQhrpmHgHbjg&s=19

পিথোরাগড়ের পাশেই খটিলা গ্রাম। সেই গ্রামে সব বাড়ি ভেসে যাওয়ার ভয় পাচ্ছেন গ্রামবাসীরা।

এদিন দুপুরে প্রথমে ধর চুলায় মেঘ ভাঙ্গা বৃষ্টি শুরু হয়। সেই বৃষ্টিতে কালী নদীতে ভাঙন দেখা দেয়। জলের স্রোত নেমে আসে পিথোরাগড়ে।

আরেকটি টুইট করেন উত্তরাখন্ড পুলিশ। সেখানে জলের স্রোতে ভেসে যাওয়া একটি গ্রামের ভিডিও শেয়ার করে পুলিশ।

https://twitter.com/UKFireServices/status/1568509117312139266?t=nK2Jri4cu4gH35mgDhHtVQ&s=19

গোটা ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। ডিজাস্টার রেসপন্স ফোর্স টিমকেও এলাকায় পাঠানো হয়েছে। তারা উদ্ধারকাজ চালাচ্ছে।

Comments are closed.