গুগল, মাইক্রোসফট-এর পর এবার হোয়াটস অ্যাপেও ভারতীয় সিইও

স্যোসাল নেটওয়ার্কিং সাইট হোয়াটসঅ্যাপের নতুন সিইও হতে চলেছেন সম্ভবত একজন ভারতীয়। গত ৩০ এপ্রিল অবসর নিয়েছেন বর্তমান সিইও জন কায়ুম। সম্ভবত তাঁর জায়গায় স্থলাভিষিক্ত হবেন নীরজ অরোরা। সম্প্রতি ‘টেকক্রাঞ্চ’ জার্নালে প্রকাশিত একটি রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গত ছয় বছর ধরে নীরজ হোয়াটসঅ্যাপের বাণিজ্যিক বিভাগের সঙ্গে জড়িত ছিলেন। ২০১১ সালে তিনি প্রথম হোয়াটসঅ্যাপে যোগদান করেন।
মাইক্রোসফটে সত্য নাদেল্লা, গুগলে সুন্দর পিচাইয়ের পর এবার হোয়াটসঅ্যাপের সিইও হিসেবে একজন ভারতীয়ের যোগদান নিঃসন্দেহে উল্লেখযোগ্য। ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ হোয়াটসঅ্যাপের প্রাক্তন সিইও কায়ুমকে ধন্যবাদ জানানোর পাশাপাশি নতুন ভারতীয় সিইও নীরজ অরোরাকেও অভিনন্দন জানিয়েছেন বলে খবর। ৩৫ বছর বয়সী দিল্লির বাসিন্দা নীরজ ২০০০ সালে দিল্লি আইআইটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন। ২০০৬ সালে ইন্ডিয়ান স্কুল অব বিজনেস থেকে স্নাতকোত্তর শেষ করেন। তারপর তিনি অ্যাসেলিয়ন নামক একটি সংস্থাতে যোগদান করেন। ২০০৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে গুগল-এর কর্পোরেট ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে যোগ দিয়েছিলেন। নীরজ পেটিএমের বোর্ড সদস্যও হিসেবেও বহুদিন কাজ করেছেন।

Leave A Reply

Your email address will not be published.