ধুলো ঝড়ে মৃত অন্তত ১৩০, আগামী ৪৮ ঘন্টায় রাজস্থান, উত্তর প্রদেশে ফের ধুলো ঝড়ের সতর্কতা।

আগামী ৪৮ ঘন্টার মধ্যে উত্তর প্রদেশ, রাজস্থানসহ উত্তর ও পশ্চিম ভারতের রাজ্যগুলিতে ফের আছড়ে পড়তে পারে ধুলো ঝড়। আবহাওয়া দফতরের বিজ্ঞানী হিমাংশু শর্মা সংবাদসংস্থাকে জানিয়েছেন, উপগ্রহ থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে, প্রবল হাওয়ার সঙ্গে ফের ধুলো ঝড় আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে জারি করা হয়েছে সাইক্লোনের সতর্কতাও। বিশেষ সতর্কতা জারি করা করা হয়েছে রাজস্থান এবং উত্তর প্রদেশের সীমান্তবর্তী কারুলি এবং ঢোলপুর জেলায়। উল্লেখ্য, বুধবার রাতে উত্তর ও পশ্চিম ভারতের ওপর আছড়ে পরে ধুলো ঝড়। ঝড়ের তাণ্ডবে লন্ডভণ্ড হয়ে যায় আগ্রা, বিকানীর, আলোয়ার, বিজনোরসহ উত্তর প্রদেশ ও রাজস্থানের একাধিক জেলা। মৃতের সংখ্যা ইতিমধ্যেই ১৩০ ছাড়িয়েছে। বহু মানুষ গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি। এর মধ্যে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মেঘভাঙা বৃষ্টি।
হরিয়ানা, দিল্লি এবং মধ্যপ্রদেশেরও বিস্তীর্ণ এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে ধুলো ঝড়ের দাপটে। ভেঙে পড়েছে বহু ঘর-বাড়ি, উপড়ে যায় বিদ্যুতের খুঁটি। স্কুল, কলেজসহ একাধিক অফিসে ছুটি ঘোষণা করা হয়। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় উত্তরপ্রদেশের আগ্রা এবং রাজস্থানের ভরতপুর, ঢোলপুর জেলা। একদিকে ধুলো ঝড়, সঙ্গে প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যন্ত গোটা উত্তর এবং পশ্চিম ভারতে। তা মধ্যে আগামী দু’দিনের মধ্যে ফের ধুলো ঝড় হতে পারে বলে আবহাওয়া দফতর যে সতর্কতা জারি করেছে তাতে আতঙ্কের সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে।

Leave A Reply

Your email address will not be published.