প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নেবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড, জারি বিজ্ঞপ্তি 

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে। মাস্টার্স- এডমিশনের জন্য ভর্তির পরীক্ষা নেবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। WBJEEB- এর তরফে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটা জানানো হয়েছে। প্রবেশিকা পরীক্ষার সম্ভাব্য তারিখও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। জানানো হয়েছে, আগামী ৯ জুলাই প্রবেশিকা পরীক্ষা হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৩১ জানুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবেশিকা পরীক্ষায় আবেদনের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে। ওএমআর সিটে এমসিকিউ প্রশ্নই থাকবে। পরীক্ষায় পাশ করলে ছাত্রছাত্রীদের কাউন্সিলিং হবে। কাউন্সিলিং-এ সফল হলে প্রসেডেন্সিতে এম/এমসি’তে ভর্তির সুযোগ পাবেন পড়ুয়ারা।  https://wbjeeb.nic.in/। ওয়েবসাইটে গিয়ে3 ভর্তি নিয়ে বিস্তারিত তথ্য মিলবে। 

ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের অংশ হতে চান অনেকেই। প্রেসিডেন্সিতে ভর্তির অজস্র আবেদন জমা পড়ে প্রতি শিক্ষা বর্ষেই। বলাই বাহুল্য প্রবেশিকা পরীক্ষার মধ্য দিয়ে সেখান থেকে বাছাই করা ছাত্রছাত্রীরাই প্রেসিডেন্সি’তে পড়ার সুযোগ পান।

অর্থনীতি, অঙ্ক, পদার্থবিদ্যা, দর্শন, বাংলা, ইংরেজি সহ একগুচ্ছ বিষয় নিয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করা যায়।

 

Comments are closed.