স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি তাপমাত্রা; গরম জামা ছাড়াই কাটবে সরস্বতী পুজো ! 

জানুয়ারি মাস শেষ হতে না হতেই রাজ্যে কার্যত ঠান্ডা উধাও। তাপমাত্রার পারদ ক্রমশ চড়ছে। মঙ্গলবারের তুলনায় বুধবারও তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে যা ৪ ডিগ্রি বেশি। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার অর্থাৎ সরস্বতী পুজোর দিনও তাপমাত্রা আরও কিছুটা বেশি থাকবে। কার্যত গরম জামা ছাড়াই কাটবে সরস্বতী পুজো। 

এদিন সকালের দিকে কুয়াশা থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কেটে গিয়েছে। জানা গিয়েছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে কলকাতা শহ জেলার কোথাও বৃষ্টির সম্ভবনা নেই। দিনের সর্বচ্চ তাপমাত্রাও প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। রাতের দিকে কিছুটা শীতের আমেজ থাকলেও বেলার দিকে একপ্রকার গরমেই কাটবে বলে জানানো হয়েছে। 

আবহাওয়া বিদদের মতে বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে জলীয় বাষ্প প্রবেশ করছে। সেই সঙ্গে পশ্চিমী ঝঞ্জার জেরে উত্তরে হাওয়ায় বাধা পাচ্ছে। সব মিলিয়ে জানুয়ারির মধ্যেই রাজ্য থেকে শীত বিদায়ের পথে।  

Comments are closed.