করোনা যায়নি, বিধিনিষেধ ভুললে ফল হবে ভয়ঙ্কর; সতর্ক বার্তা WHO-র বিজ্ঞানীর 

আমরা এখনও মহামারী মুক্ত হয়নি। খুব শীঘ্রই করোনা ভাইরাসের নতুন রূপ আসতে চলছে। এই পরিস্থিতিতে বিধিনিষেধ না মানলে আগের মতই ভয়ঙ্কর অবস্থা হবে। শুক্রবার এমনটাই জানালেন WHO-র বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক চাঞ্চল্যকর মন্তব্য করেন তিনি। 

তিনি বলেন, করোনা ভাইরাসকে ধারাবাহিকভাবে আমরা বিবর্তিত হতে দেখছি। অতিমারী এখনও চলে যায়নি। করোনা ভাইরাস বিদায় নিচ্ছে বলে যে গুজব ছড়ানো হচ্ছে। তা বিশ্বাস করলে আমাদের পুনরায় আগের অবস্থায় ফিরে যেতে হবে। সেই সঙ্গে তাঁর দাবি, করোনার নতুন যে ভ্যারিয়েন্টটা আসছে তা বাকিগুলোর থেকে আরও ভয়ঙ্কর হতে চলেছে। কারণ বিজ্ঞানীদের মতে, করোনার নতুন রূপের মারণ ক্ষমতা আরও বেশি। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথনের বিস্ফোরক দাবি, সারা বিশ্বে করোনা সংক্রমণের সংখ্যা যখন ১০০ পেরোয়নি, তখন সব দেশের রাষ্ট্রপ্রধানদের WHO সতর্ক করেছিল। সেই সময় তাঁরা সতর্কবার্তা শুনলে আজকে এই অবস্থা হতো না। 

সব মিলিয়ে WHO- বিজ্ঞানীর সতর্কবার্তা ঘিরে স্বাভাবিক ভাবেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই পরিস্থিতিতে বিধিনিষেধ মানা নিয়ে বিভিন্ন দেশের সরকার কী পদক্ষেপ গ্রহণ করে এখন সেটাই দেখার। 

Comments are closed.