ছত্তিসগঢ়ে নেওয়া বিজেপির সিদ্ধান্ত ক্যাপ্টেনের ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত, ট্যুইটে মোদীকে খোঁচা অখিলেশের

ছত্তিশগড়ে বিজেপি সিদ্ধান্ত নিয়েছে, তাদের দশ বিদায়ী সাংসদের কাউকেই ফের লোকসভা নির্বাচনে প্রার্থী না করার। এই একই পন্থা বিজেপির ‘ক্যাপ্টেন’ নরেন্দ্র মোদীর ক্ষেত্রেও নেওয়া উচিত বলে তীব্র আক্রমণ করলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব।
মঙ্গলবার বিজেপি নেতৃত্ব ঘোষণা করেছে, গতবারের ১০ সাংসদকে এবার আর প্রার্থী করবে না তারা। বুধবার বিজেপির এই সিদ্ধান্তকে কটাক্ষ করে অখিলেশ যাদব মন্তব্য করেন, প্রমাণ হয়ে গিয়েছে বিজেপি হারের ভয় পেয়েছে। একই সিদ্ধান্ত দলের অধিনায়কের ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে তীব্র কটাক্ষ ছুঁড়ে দেন অখিলেশ।
বুধবার ট্যুইটে সমাজবাদী পার্টির প্রধান লেখেন, বিজেপি তাদের অধিকাংশ সাংসদকে ভোটে লড়ার টিকিট দিচ্ছে না। এর দ্বারা প্রমাণ হয়ে গিয়েছে হারের ভয় পেয়েছে বিজেপি। এই একই ফর্মুলা ‘টিম ক্যাপ্টেনের’ ক্ষেত্রেও প্রয়োগ করা উচিত। শুধু তাই নয়, ট্যুইটের শেষে ‘# বিকাশ পুছ রাহা হ্যায়’ লিখে বিজেপি সরকারের বিরুদ্ধেও তোপ দাগেন তিনি।

Comments are closed.