মেসি কি পরের বিশ্বকাপও খেলবেন? সম্ভবনা নিয়ে যা জানাল লিও’র সতীর্থ 

বিশ্বকাপ জয়ী হয়েছেন। সোনার ট্রফি জয়ের লড়াইয়ে নামার সময় মেসি জানিয়েছিলেন এটাই তাঁর শেষ বিশ্বকাপ। ট্রফি জয়ের পরে যদিও জানিয়েছিলেন তিনি দেশের জার্সিতে আরও কয়েকটি ম্যাচ খেলে যেতে চান। কিন্তু পরের বিশ্বকাপ আর খেলবেন না। মেসির ইচ্ছে না থাকলেও বিশ্বকাপ জয়ী দলের সদস্য, সতীর্থ অ্যালক্সসি ম্যাক চাইছেন মেসি পরের বিশ্বকাপও খেলুক। এবং তাঁর দৃঢ় বিশ্বাস মেসি পরের বিশ্বকাপ খেলারও উপযুক্ত থাকবেন। 

পরের বিশ্বকাপে মেসির বয়েস হবে ৩৯ বছর। ওই বয়েসে ফিটনেস নিয়েও একটা সমস্যা দেখা দিতে পারে। যদিও লিওর সতীর্থ ম্যাক এসব মানতে রাজি নন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি নিশ্চিত মনে করি মেসি পরের বিশ্বকাপও খেলবে। ও ৪০-৪৫ বছর বয়েসেও খেলতে পারে। মেসি ঠান্ডা মাথায় ফুটবল খেলে। নিজের ফিটনেসও ধরে রেখেছে। ও শরীরের সঙ্গে সঙ্গে মাথা দিয়ে ফুটবল খেলে। আমার দৃঢ় বিশ্বাস মেসি পরের বিশ্বকাপে আর্জেন্টিনা দলে থাকবে। আমরা মেসির হয়ে মাঠে দৌড়তে প্রস্তুত। 

তবে সম্প্রতি এক ক্রীড়া দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, মেসির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে ইচ্ছুক পিএসজি। তবে ফ্রান্সের ক্লাবটি চাইছে মেসি শুধু ক্লাব ফুটবলই খেলুক। অর্থাৎ দেশের হয়ে আর খেলা যাবে না এমন একটা শর্ত পিএসজি মেসির কাছে রাখতে পারে। মেসির বয়েসের কথা চিন্তা করেই এই পরিকল্পনা বলে জানা গিয়েছে। এসবের মধ্যেই পরের বিশ্বকপে যদিও ফের নীল সাদা জার্সিতে লিওকে দেখা যায়, তা নিঃসন্দেহে মেসি ভক্তদের কাছে আনন্দের খবর হবে।  

Comments are closed.