বাধাহীন উত্তুরে হওয়ার দাপট,হুড়হুড়িয়ে নামল পারদ; আরও কমবে তাপমাত্রা! 

দেখা মিলছে শীতের। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রা অনেকটাই কমেছে। কোনও কোনও জেলার পারদ পতন উত্তরবঙ্গের জেলাকেও পেছনে ফেলে দিয়েছে। 

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে চলেছে। দক্ষিণবঙ্গে শীতের স্পেল চলবে। রাতের দিকে তাপমাত্রা বেশ খানিকটা কমবে। হালকা থেকে মাঝারি কুয়াশারও সম্ভাবনা রয়েছে। 

হাওয়া অফিসের তথ্য বলছে কালিম্পঙের তাপমাত্রা যেখানে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস সেখানে বর্ধমানের তাপমাত্রা নেমেছে ১০.৮ ডিগ্রি সেলসিয়াসে। তবে শৈলশহর দার্জিলিং-এ জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। এদিন সেখানকার তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আগামী কয়েকদিন উত্তুরে হাওয়ার দাপটে রাজ্যজুড়ে কনকনে ঠান্ডা থাকবে বলে হাওয়া অফিস জানিয়েছে। 

এদিকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলোর তাপমাত্রাও ১৫ ডিগ্রির নীচে নেমেছে। যার জেরে বেশ জাঁকিয়ে ঠান্ডা অনুভূত হচ্ছে। আগামী কয়েকদিন মোটের ওপরে শুষ্ক আবহাওয়া থাকবে বলে হাওয়া অফিস জানিয়েছে। 

Comments are closed.