বড়দিনে অধরা জাঁকিয়ে শীত, মেঘ-কুয়াশার দাপটে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা, সপ্তাহ শেষে বৃষ্টির সম্ভাবনা

বড়দিনে জাঁকিয়ে শীত কি তবে অধরাই রয়ে যাবে বাঙালির? ঊর্ধ্বমুখী পারদ কিন্তু তেমনই ইঙ্গিত দিচ্ছে। রবিবার থেকেই ধাপে ধাপে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। সোমবার মেঘলা কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। ক্রমশ তা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ফলে বড়দিনে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা ক্রমেই আরও ক্ষীণ। আশার খবর একটাই, থার্মোমিটারের পারদ যাই দেখাক, ভরপুর শীতের আমেজ বজায় থাকবে।

গত তিন-চারদিন ধরে যেভাবে প্রবল শীতের প্রকোপ ছিল কলকাতা সহ প্রায় সমগ্র বাংলায়, নতুন সপ্তাহে পৌঁছে তা বদলেছে। রবিবার থেকেই বাড়ছিল সর্বনিম্ন তাপমাত্রা। সোমবার আরও খানিক বেড়েছে। আবহবিদরা বলছেন, কুয়াশা এবং মেঘলা আবহাওয়া জাঁকিয়ে শীতের পথে বাঁধা সৃষ্টি করছে। ফলে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। সপ্তাহ শেষে বৃষ্টিও নামতে পারে বলে জানাচ্ছেন আলিপুর হাওয়া অফিসের কর্তারা।

তবে পশ্চিমের জেলা কিংবা উত্তরবঙ্গের জেলায় শীতের দাপট অব্যাহত থাকবে। শৈল শহর দার্জিলিংয়ে বড়দিনে তুষারপাতের সম্ভাবনাও ক্রমশ আরও উজ্জ্বল হচ্ছে বলে হাওয়া অফিস সূত্রে খবর।

Comments are closed.