এবার কলকাতায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার; শিল্পোন্নয়ন বোর্ডের বৈঠক থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর, চলতি মাসেই চুক্তি স্বাক্ষর 

এবার কলকাতাতেই তৈরি হতে চলেছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের শাখা। ইতিমধ্যেই সংস্থার সঙ্গে রাজ্যের সব আলোচনা সারা হয়ে গিয়েছে। এমাসেই মৌ স্বাক্ষরিত হবে। বুধবার শিল্পোন্নয়নের বৈঠক থেকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 

এদিন নবান্ন সভাঘরে শিল্পোন্নয়ন বোর্ডের বৈঠক বসেছিল। খোদ মুখ্যমন্ত্রী এই বোর্ডের সভাপতি। এদিন রাজ্যে সম্ভাব্য বিনিয়োগ এবং কর্মসংস্থান নিয়ে একাধিক ঘোষণা করেন মমতা ব্যানার্জি। এরপরেই তিনি জানান, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের একটি শাখা হচ্ছে কলকাতায়। এবং এ মাসেই সে সংক্রান্ত মৌ অর্থাৎ চুক্তি স্বাক্ষরিত হবে। মুখ্যমন্ত্রী জানান, ১৫০০ কোটি টাকা বিনিয়োগ করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটি হতে চলছে। ৩৫ হাজার বর্গ ফুটের জায়গা জুড়ে গড়ে ওঠা সেন্টারটিতে শুধু রাজ্য থেকেই ৩৫ হাজার কর্মসংস্থান তৈরি হবে বলে মুখ্যমন্ত্রী দাবি করেছেন।

তৃতীয়বার ক্ষমতায় ফিরেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, বিনিয়োগের নিরিখে বাংলাকে দেশের শীর্ষ স্থানে নিয়ে যাওয়াই তাঁর সরকারের লক্ষ্য। বিনিয়োগ টানতে এবং বিনিয়োগ সংক্রান্ত যাবতীয় সমস্যা দূর করতে কেন্দ্রীয় ভাবে শিল্পোন্নয়ন বোর্ড তৈরি করে রাজ্য। যার দায়িত্ব নিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। আর সেই বোর্ডের বৈঠকেই গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। 

Comments are closed.