রাখিবন্ধন উৎসব উপলক্ষ্যে বিশেষ উপহার যোগী আদিত্যনাথের, বিনামূল্যে বাসে চড়তে পারবেন মহিলারা

১১ অগাস্ট রাখিবন্ধন উৎসব। দেশজুড়ে পালিত হবে রাখিবন্দন উৎসব। আর রাখি উপলক্ষ্যে রাজ্যের মা বোনেদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করল উত্তর প্রদেশেরমুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ওইদিন বাসে উঠলে কোনও ভাড়া লাগবে না। শুধু ওইদিন নয় ৪৮ ঘন্টার জন্য মহিলারা নিখরচায় বাসে চড়তে পারবেন। ১০ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত এই সুবিধা পাবেন মহিলারা।

রাখিবন্ধনের আগেই এই ঘোষণা করেছেন যোগী আদিত্যনাথ। একটি টুইট করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানে লেখেন, রাখিবন্ধন উপলক্ষে উত্তরপ্রদেশ রাজ্য পরিবহণ নিগমের উচিত মহিলাদের নিখরচায় বাসে চড়তে দেওয়া। শুক্রবার ওই রাজ্য সরকার এক বিবৃতি দিয়ে জানায়, রাখিবন্ধনে রাজ্য পরিবহণ সংস্থার অধীনে থাকা সব বাসে মহিলারা বিনামূল্যে চড়তে পারবেন।

একইসঙ্গে, মুখ্যমন্ত্রী যোগী আফিত্যনাথ রাখিবন্ধনকে সামনে রেখে সরকারি যানবাহন ও জায়গায় জায়গায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছেন। পুলিশ আধিকারিকদের নির্দেশ দিয়ে বলা হয়েছে, রাখিবন্ধন উপুলক্ষ্যে যে কোনওভাবে নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। জনবহুল এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করার ও সিসিটিভি ক্যামেরা লাগানোর কথা বলা হয়েছে।

Comments are closed.