দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই বিনামূল্য রেশন প্রকল্পের মেয়াদ ৩ মাস বাড়ালেন যোগী

দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই রেশন প্রকল্পের মেয়াদ আরও ৩ মাস বাড়ালেন যোগী আদিত্যনাথ। শুক্রবার শপথ নেওয়ার পরেই শনিবার মন্ত্রিসভার প্রথম বৈঠকে যোগী ঘোষণা করেন আগামী ৩ মাস বিনামূল্যে রেশন দেওয়া হবে। রাজ্যের মোট ১৫ কোটি মানুষ এই কর্মসূচি থেকে উপকৃত হচ্ছেন বলে জানিয়েছেন আদিত্যনাথ।

যোগী জানান, ২০২২ সালের মার্চে এই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু রাজ্যের ১৫ কোটি মানুষ উপকৃত হয় এই প্রকল্পে। তাই প্রকল্পের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, এর কৃতিত্ব বিজেপির ডবল ইঞ্জিন সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশে ভোট প্রচারে বিনামূল্যে এই রেশন প্রকল্পকে “মোদী কা নমক”বলে উল্লেখ করেছিলেন। যা বিশেষ করে মহিলা ভোটারদের প্রভাবিত করেছিল। ২০১৩ সালে কেন্দ্রের PMGKAY প্রকল্প এবং জাতীয় খাদ্য সুরক্ষা আইন (NFSA) প্রকল্পের আওতায় Antyodaya এবং Priority House Hold (PHH) কার্ড হোল্ডাররা এই সুবিধা পান। উল্লেখ্য, কেন্দ্রের PMGKAY প্রকল্প চালু হয় ২০২০ সালের এপ্রিল মাসে কোভিডের সময়। ৫ কেজি করে আটা, চাল এবং ছোলা দেওয়া হয় এই প্রকল্পে। সেই প্রকল্পের মেয়াদ বাড়ানো হল উত্তরপ্রদেশে।

Comments are closed.