বহুক্ষণ রেলগেট বন্ধ থাকায় যানজটে আটকে মৃত্যু ১০ বছরের শিশুর

মৃত বালিকা রিমা সাহা ঝাড়খণ্ডের বাসিন্দা। মা-বাবার সঙ্গে আসছিল দুর্গাপুরে চিকিৎসার জন্য।

দীর্ঘক্ষন পেরিয়ে গেছে রেলগেট খোলেনি, ফলে রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। আর তার জেরেই মৃত্যু হয় ১০ বছরের এক বালিকার। শুক্রবার, আসানসোল রেল ডিভিশনের অন্তর্গত পাণ্ডবেশ্বর রেলগেটের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। মৃত বালিকা রিমা সাহা ঝাড়খণ্ডের বাসিন্দা। মা-বাবার সঙ্গে আসছিল দুর্গাপুরে চিকিৎসার জন্য। মাঝ পথেই ঘটে এই ঘটনা।

স্থানীয় সূত্রে জানানো হয়েছে, অসুস্থ ১০ বছরের রিমাকে চিকিৎসার জন্য দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে একটি গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছিল। মাঝ পথে পাণ্ডবেশ্বর রেলগেট বন্ধ থাকার কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। দীর্ঘক্ষন গাড়িতে আটকা পড়ে রিমার শরীরের অবস্থার অবনতি হতে থাকে। এ রকম সংকটজনক অবস্থা দেখে রিমার মা-বাবা ও স্থানীয় লোকরা গেটম্যানকে গেট খুলতে অনুরোধ করলেও কোনো কাজ হয়নি। ফলে সময় মত হাসপাতালে পৌঁছাতে না পেরে মৃত্যু হয় তার।

এই ঘটনার পর এলাকাজুড়ে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। স্টেশন চত্বরে ভাঙচুর চালায় এবং পাণ্ডবেশ্বর স্টেশন মাস্টারকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা।

Comments are closed.