শহরে বসছে বিশ্ব সিনেমার মেলা; ৭ দিনে কী কী থাকছে কলকাতার ২৮তম চলচ্চিত্র উৎসবে 

গুনে গুনে আর সাত দিন। তার পরেই শুরু হয়ে যাচ্ছে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। ফ্লিম ফেস্টিভ্যাল নিয়ে ইতিমধ্যেই সিনে প্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। সাত দিন কার্যত বিশ্ব সিনেমায় মেতে উঠবে তিলোত্তমা। সাত দিনে কতগুলি দেশের কতগুলো ছবি দেখানো হবে, এছাড়াও কী কী অনুষ্ঠান থাকছে সে সম্পর্কে বিস্তারিত জানাল আয়োজকরা। 

দেশের মধ্যে ঐতিহ্যবাহী চলচ্চিত্র উৎসবগুলোর মধ্যে অন্যতম কলকাতা ফ্লিম ফেস্টিভ্যাল। জানা গিয়েছে ২৮তম চলচ্চিত্র উৎসবে মোট ৪২টি দেশের ১০৮টি ছবি দেখানো হবে। আয়োজকরা জানিয়েছে, এবছর ৫৭টি দেশ থেকে ১০৭৮টি ছবি জমা পড়েছিল। তার মধ্যে জুড়িদের বিচারে ১০৮টি ছবিকে বেছে নেওয়া হয়েছে। 

গতবারের মতো এবারেও নজরুল মঞ্চে উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবারের উদ্বোধন অনুষ্ঠানে থাকবেন অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন। এছাড়াও রাজ্যের ব্র্যান্ড এমস্যাডার শারুখ খান এবং রানি মুখার্জিও উদ্বোধন মঞ্চে উপস্থিত থাকবেন। অমিতাভ বচ্চনের ৮০ তম জন্মদিন উপলক্ষ্যে এবারে তাঁর অভিনীত ৯টি ছবি দেখানোর ব্যবস্থা থাকছে। সেই সঙ্গে হিন্দি ছবির মহাতারকাকে নিয়ে একটি বিশেষ প্রদর্শনীরও আয়োজন করছে উৎসব কর্তৃপক্ষ। 

এছাড়াও চলচ্চিত্র গবেষকদের জন্য কিছু বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে। যেগুলো পরিচলনার দায়িত্বে থাকছেন পরিচালক শাজি এম করুন, অভিনেতা নীরজ কবি, চিত্র গ্রাহক সুদীপ চ্যাটার্জি। পাশাপাশি নন্দন চত্বরের নজরুল তীর্থে কিংবদন্তি পরিচালক জাঁ লুক গোদারের কিছু অবিস্মরণীয় কাজ প্রদর্শিত হবে ২৮তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। 

Comments are closed.