বোটানিক্যাল গার্ডেন থেকে শ্বেতচন্দন গাছ উধাও হয়ে যাওয়ার অভিযোগ, তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশ

হাওড়ার বোটানিক্যাল গার্ডেন থেকে গায়েব হয়ে গেল ১০০ বছরের পুরনো একটি শ্বেতচন্দন গাছ। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশ। অভিযোগ জানানো হয়েছে হাওড়া পুলিশ কমিশনার, কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রীকে। এটি উদ্যানের এক নম্বর নার্সারির ‘জেসমিন’ সেকশনে ছিল। শ্বেতচন্দন গাছটির নম্বর ছিল ১৯৭৯।

বোটানিক্যাল গার্ডেনের এক কর্মী জানিয়েছেন, আমফান ঝড়ে ওই শ্বেত চন্দন গাছের কিছু ক্ষতি হয়। এরপর গাছটির যত্ন করা হচ্ছিল। কিন্তু গাছটি তবুও শুকিয়ে যেতে থাকে। গাছটি ভেঙে ফেলার সঙ্গে সঙ্গে গাছের গোড়ায় ঢালাই করা দেওয়া হয়েছে। বর্তমানে এই গার্ডেনে ১৪০০ প্রজাতির গাছ রয়েছে।

বোটানিক্যাল গার্ডেনে প্রাতঃভ্রমণ করতে আসা এক ব্যক্তি জানান, ১ নম্বর নার্সারিতে যে চন্দন গাছটি ছিল সেটি হঠাৎ করে দেখতে না পেয়ে পুলিশ কমিশনারকে এবং হাওড়া সিটি পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে পুলিশের তরফে। যদিও হাওড়ার আচার্য জগদীশচন্দ্র বসু বটানিক্যাল গার্ডেনের অধিকর্তা দেবেন্দ্র সিংহ দাবি করেছেন, সব গুজব। এমন ঘটনা যদি ঘটে থাকে, তবে তদন্ত করা হবে। অপরাধ প্রমাণিত হলে কঠোর পদক্ষেপ করা হবে। যদিও এর আগেও বোটানিক্যাল গার্ডেন থেকে মেহগিনি গাছ কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগও উঠেছিল।

Comments are closed.