বাংলা এখন কত এগিয়ে গিয়েছে, আর বিজেপি শাসনে পিছিয়ে ত্রিপুরা: অভিষেক 

ত্রিপুরায় ভোট প্রচারে গিয়ে ফের এবার ‘মোডেল বাংলার’ পক্ষে ভোট চাইলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। ইস্তাহার প্রকাশের দিন থেকেই তৃণমূল প্রচার করেছে, ত্রিপুরাতেও যদি তারা  সরকার গড়ে তবে বাংলার মতোই এ রাজ্যে উন্নয়নের কাজ হবে। এদিন তৃণমূলের সর্ব ভারতীয় সম্পাদকের মুখেও ফের একবার সেই কথা শোনা গেল। দলীয় প্রার্থীর সমর্থনে ত্রিপুরায় ভোট প্রচারে গিয়ে অভিষেক ব্যানার্জি বলেন, “বাংলা এখন কত এগিয়ে গিয়েছে, আর বিজেপি শাসনে পিছিয়ে ত্রিপুরা”। সেই সঙ্গে সে রাজ্যের বিজেপি সরকারকেও একহাত নিয়েছেন তৃণমূল সাংসদ। 

সামনেই ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে। কয়েকদিন আগেই ভোট প্রচারে গিয়ে আগরতলায় রোড-শো, জনসভা করেছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। সঙ্গে অভিষেক ব্যানার্জিও ছিলেন। তার কয়েক দিনের মধ্যেই শুক্রবার ফের ত্রিপুরা উড়ে গেলেন অভিষেক ব্যানার্জি। এদিন দলীয় প্রার্থীর সমর্থনে দুটি জনসভা করেন অভিষেক ব্যানার্জি। 

গেরুয়া শিবিরকে কটাক্ষ শানিয়ে তৃণমূল সাংসদ দাবি করেন, বাংলায় বিজেপি হেরেছে বলেই ত্রিপুরায় পেট্রোল-ডিজেলের দাম কমেছে। উপস্থিত জনতার উদ্দেশ্যে অভিষেক ব্যানার্জি বলেন, বিজেপিকে হারান দেখবেন মূল্যবৃদ্ধি কমে গেছে। শুধু তাই নয়, ত্রিপুরা এবং বাংলা যে আদতে এক, এদিন তেমনটাও দাবি করেন তিনি। বলেন, খাদ্য, পোশাক, ভাষা প্রায় সব দিক থেকেই বাংলার সঙ্গে ত্রিপুরার অনেক মিল। কিন্তু বাংলা এখন অনেক এগিয়ে গিয়েছে, আর বজেপি শাসনে ত্রিপুরা পিছিয়ে রয়েছে। 

Comments are closed.