অভিষেকের দিল্লির বাড়িতে বিক্ষোভ, লেপা হল কালি, হামলা বঙ্গ ভবনেও, তুঙ্গে বিজেপি-তৃণমূল চাপানউতোর

ডায়মন্ড হারবার যাওয়ার পথে জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনার প্রেক্ষিতে এবার দিল্লিতে সাংসদ অভিষেক ব্যানার্জির সাউথ অ্যাভিনিউয়ের বাড়ির সামনে বিক্ষোভ। বাড়ির নেমপ্লেটে কালি লেপে দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূলের অভিযোগ পুলিশের চোখের সামনে এই কাজ করেছে বিজেপি। 

শুধু সাংসদের বাড়ি নয়, বাংলার গোলমালের আঁচ পৌঁছেছে দিল্লির হেলি রোডের বঙ্গ ভবন পর্যন্ত। বৃহস্পতিবার রাতে বঙ্গ ভবনের সামনে একদল মানুষ বিক্ষোভ দেখান। সেখানে নেম প্লেটে কালি লেপা হয়। 

বিক্ষোভকারীদের হাতে অবশ্য কোনও ঝাণ্ডা ছিল না। তাহলে বিজেপির দিকে কেন আঙ্গুল তুলছে তৃণমূল? বর্ষীয়ান নেতা সৌগত রায়ের আক্রমণ, অভিষেকের বাড়ির মতো একইভাবে দিল্লির উপ মুখ্যমন্ত্রীর বাড়িতেও হামলা হয়েছে। মুখে গণতন্ত্রের কথা বললে বিজেপির ডিএনএ-তে গণতন্ত্রের লেশমাত্র নেই।    

বিজেপি অবশ্য দিল্লিতে হামলার অভিযোগ অস্বীকার করেছে। কিন্তু জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনা ঘটেছে যেখানে সেই ডায়মন্ড হারবারের সাংসদের বাড়িতেই কেন হামলা হল তা নিয়ে প্রশ্ন তুলছেন তৃণমূল নেতারা।

Comments are closed.