বছর ঘুরলে বিধানসভা ভোট, লক্ষ্মীবারে মেঘালয় সফরে অভিষেক

আগামী বছর ত্রিপুরার পাশাপাশি মেঘালয়েও বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই সে রাজ্যে প্রধান বিরোধী দলের আসনে রয়েছে ঘাসফুল শিবির। ভোটের আগে লড়াইয়ের মাটি শক্তি করতে মেঘালয় সফরে গেলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। ইতিমধ্যেই তিনি মেঘালয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা যাচ্ছে। 

তৃণমূল সূত্রে খবর, মেঘালয় সফরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে অভিষেক ব্যানার্জির। জানা গিয়েছে, বৃহস্পতিবারই শিলং পৌঁছে যাবেন তৃণমূল সাংসদ। সেখানে মুকুল সাংমা সহ রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অভিষেক। এদিন রাতে শিলং-এই থাকবেন তিনি। এরপর শুক্রবার একটি জনসভা করার কথা রয়েছে তাঁর। সে রাজ্যে দলের একটি কার্যলয়ও উদ্বোধন করবেন অভিষেক। 

এদিন সন্ধ্যে বেলাতেই গারো পাহাড় এলাকার তুরাতে দলীয় কার্যালয়ের উদ্বোধন করবেন অভিষেক। শুক্রবার তুরার ল’ কলেজের মাঠে জনসভা করবেন অভিষেক। ঘাসফুল শিবিরের দাবি, অভিষেকের জনসভায় একটি চমক রয়েছে। তবে কী চমক তা নিয়ে কেউ মুখ খুলতে চাননি। 

উল্লেখ্য, গত বছরের এক ডজন বিধায়ককে সঙ্গে নিয়ে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা। তিনি জানান, মেঘালয়ে শুধু শহর এলাকাতেই নয়, গ্রামে গ্রামেও তৃণমূল ছড়িয়ে পড়ছে। আসন্ন বিধানসভা ভোটে ভালো ফল নিয়ে তাঁরা আশাবাদী। 

Comments are closed.