স্টার জলসার সাথে যুক্ত না হয়েই জলসার বিশেষ অনুষ্ঠান মহিষাসুরমর্দিনীতে একটি বিশিষ্ট চরিত্রে কাজ পেয়ে গেল তিয়াসা! নেটিজেনদের একাংশের প্রশ্ন তবে পিহু কোথায়? তাঁকে কি কাজ দেওয়া হবে না?

হাতেগোনা কয়েকটি দিন পরেই শুরু হয়ে যাবে দুর্গোৎসব। যদিও তার ঠিক সাত দিন আগে মহালয়ার পুন্য তিথি। যেখান থেকে আমেজ শুরু হয় দেবী দুর্গার আগমনের। আনন্দে ভরে ওঠে বাঙালির হৃদয়। পিতৃপক্ষের শেষ দিন এবং মাতৃ পক্ষের শুরুর তিথি হলো মহালয়া। এই মহালয়ার পূর্ণ তিথিতে রেডিওতে মাতৃ বন্দনা শোনার পর শুরু হয় বিভিন্ন বেসরকারি চ্যানেলের মহিষাসুরমর্দিনী শো।

স্টার জলসার মহিষাসুরমর্দিনী শোতে দেবী বন্দনার প্রমো আমরা ইতিমধ্যেই দেখে ফেলেছি। সেখানে মা দুর্গার নব রূপে দেখা যাবে স্টার জলসার নায়িকাদের। সে লিস্টে সবার প্রথমেই রয়েছে সোনামণি। দেবী দুর্গার চরিত্র দেখা যাচ্ছে সোনামণিকে অর্থাৎ মোহর। খড়ি অর্থাৎ সোলাঙ্কি রায়, গুড্ডি অর্থাৎ শ্যামৌপ্তি মুদলি, আলতা ফড়িংয়ের ফড়িং অর্থাৎ খেয়ালী মন্ডলকে দেখা যাবে নানা রূপে। দেবীর একেকটা অবতারের রূপে ধরা দেবেন একেকজন অভিনেত্রী।

যদিও একটি বিষয় ঘটেছে যা সব থেকে বেশি অবাককর। স্টার জলসার মহিষাসুরমর্দিনী শো অর্থাৎ “যা চন্ডী” র এক ঝলক দেখা গিয়েছে। যেখানে দেখা যাচ্ছে জি বাংলার কৃষ্ণকলির শ্যামাকে। এই কৃষ্ণকলি একসময় জি বাংলার জনপ্রিয় শো হিসেবে পরিগণিত হতো। সেই শ্যামা ওরফে পিয়াসা লেপচা এখন স্টার জলসায়। মা দুর্গার একটি বিশেষ রূপে দেখা যাবে তিয়াসাকে।

বহুদিন পরে তিয়াসা ফিরছেন টেলিভিশনের পর্দায়। খুব সম্ভবত দেবী কৌশিকীর রূপে দর্শকের সামনে আসবেন অভিনেত্রী। যদিও এই বিষয়টি খুবই অদ্ভুত যে অভিনেত্রী দীর্ঘদিন ধরে টেলিভিশনের পর্দায় কোন কাজ করেননি তিনি হঠাৎই স্টার জলসার বিশেষ্য মহিষাসুরমর্দিনীতে সোজা দেবীর অবতারের অবতীর্ণ হচ্ছেন। যদিও ধারাবাহিকের শ্যামা চরিত্রের সাথে দর্শক মা দুর্গার রূপের মিল পাবেন বলেই হয়তো এমন ব্যবস্থা। এর কারণ হিসেবে মনে করা হচ্ছে আর অল্প কিছুদিনের মধ্যেই তিয়াসা যুক্ত হচ্ছেন স্টার জলসা এক নতুন ধারাবাহিকের মাধ্যমে। সেই জন্যই হয়তো স্টার জলসার বিশেষ শো তে একটি বিশিষ্ট চরিত্রে অভিনয়ের সুযোগ দেওয়া হয়েছে তাঁকে। কিন্তু এক্ষেত্রে সোশ্যাল মিডিয়া ইউজারের একাংশের প্রশ্ন তবে স্টার জলসার পিহু কোথায়? দর্শকেরা আশা করছেন দেবী দুর্গার অন্য বাকি রূপের মধ্যে একটি রূপে হয়তো দেখা যাবে পিহুকে।

Comments are closed.