পিছু হঠল কেন্দ্র, আধার বাধ্য়তামূলক নয় মোবাইলে

মোবাইলে আধার-যোগ নিয়ে শেষপর্যন্ত পিছু হঠল কেন্দ্র। মোবাইল সংযোগে আর বাধ্য়তামূলক নয় আধার। মঙ্গলবার একথা জানালেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রকের সচিব অরুণা সুন্দররাজন। পাশাপাশি স্পষ্ট করলেন, নতুন সংযোগের জন্য় প্রয়োজনীয় নথি সম্পর্কিত কেন্দ্রীয় সরকারের নতুন গাইডলাইনও। গাইডলাইনটিতে মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থাকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে আধারের পরিবর্তে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট বা ভোটার কার্ডের সঙ্গেও কেওয়াইসি ফর্মটি জমা দিতে পারবেন গ্রাহকেরা। বিভিন্ন সরকারি বা বেসরকারি পরিষেবায়, আধারের সংযোগ স্থাপনের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে ইতিমধ্য়েই চ্য়ালেঞ্জ জানিয়ে বেশ কিছু মামলা চলছে শীর্ষ আদালতে।

Leave A Reply

Your email address will not be published.