দেশের ১৪টি শহরকে ‘অতি দূষিত’ বলে চিহ্ণিতকরণ হু-র

বিশ্বের প্রথম ২০টি অতি দূষিত শহরের মধ্য়ে চিহ্ণিত ভারতেরই ১৪টি শহর। ২০১৬ সালের এক সমীক্ষায়, রাজধানী দিল্লি ও বারাণসীকে ‘অতি দূষিত’ বলে চিহ্ণিত করেছে বিশ্ব স্বাস্থ্য় সংস্থা। দূষিত বাযুকণার মাত্রার ওপর নির্ভর করে মূলত দুটি ভাগে করা হয়েছিল এই সমীরক্ষা। যার একটিতে দিল্লি ও অন্য়টিতে কানপুর শীর্ষে রয়েছে। এছাড়াও ফরিদাবাদ,গয়া, পাটনা,আগ্রা, শ্রীনগর, গুরগাঁও, জয়পুর, পাতিয়ালা, যোধপুরের মত শহরগুলিও রয়েছে তালিকায়। দিল্লির মতো এই শহরগুলির বাতাসে বৃদ্ধি পাচ্ছে সালফেট, নাইট্রেট ও কার্বনের মত স্বাস্থ্য়ের পক্ষে হানিকারক উপাদান। প্রকাশিত সমীক্ষায় যা নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য় সংস্থা। দক্ষিণ এশিয়ার সদস্য় দেশগুলিতে বাড়তে থাকা শহুরে বসতিতে লাগাম দেওয়ার পরামর্শও রয়েছে এতে। ১০৮টি দেশের ৪৩০০টি শহরের ওপর চালানো এই সমীক্ষা আরও বলছে বায়ুদূষণের মাত্রা বাড়াচ্ছে হৃদরোগ বা ফুসফুস সংক্রান্ত অসুখের প্রবণতা। যদিও ভারত সরকারের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মত পরিবেশ-বান্ধব প্রকল্পগুলিকে সাধুবাদ জানানো হয়েছে। ২০২০ সালের মধ্য়ে এই প্রকল্পগুলির সফল বাস্তবায়ন দূষণ কমাতে পারে বলে আশা প্রকাশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার।

Leave A Reply

Your email address will not be published.