CR7 যোগ দেওয়ার পরই আল নাসেরের ইন্সটাগ্রাম ফলোয়ার সংখ্যা বেড়ে গেল কয়েকগুন

সৌদি আরবের ক্লাব আল নাসেরেই অবশেষে সই করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর সিআরসেভেন যোগ দেওয়ার পরই আল নাসেরের ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা তিন গুন বেড়ে গেল। ক্লাবের তরফে একটি টুইট করে বলা হয়, নতুন ইতিহাস রচনা হতে চলেছে। রোনাল্ডো আমাদের ক্লাবে যোগ দেওয়ায় আগামী প্রজন্ম আরও উদ্বুদ্ধ হবে। তাঁর উপস্থিতিতে আল নাসের সাফল্য পাবে।

জানা গিয়েছে, আল নাসেরের সঙ্গে ২০২৫ সাল অবধি চুক্তি হয়েছে রোনাল্ডোর। চুক্তির পরিমাণ বছরে প্রায় ১৭৭৫ কোটি টাকা। উল্লেখ্য, ইতালিয়ান ক্লাব জুভেন্টাস ছেড়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে সই করেন পর্তুগিজ তারকা। কিন্তু বিশ্বকাপের আগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় বছর ৩৭ এর এই ফুটবল তারকার। বিশ্বকাপে ক্লাব ছাড়া তিনিই প্রথম ফুটবলার হিসেবে খেলেছিলেন। বিশ্বকাপের পর কোন ক্লাবের হয়ে তিনি খেলবেন সেই নিয়ে শুরু হয় তরজা। এরমধ্যেই জানা যায় সৌদির ক্লাব চাইছেন সি আর সেভেনকে। কিন্তু বিশ্বকাপ থেকে চোখের জলে বিদায় নিয়েছেন রোলান্ডো। এরপর একটি মর্মস্পর্শী পোস্ট করে তিনি বলেন, দেশকে বিশ্বকাপ এনে দেওয়াই ছিল তাঁর স্বপ্ন।

আল নাসেরে যোগ দেওয়ার পর রোনাল্ডো জানান, ইউরোপের ফুটবল খেলতে গিয়ে যেসব ট্রফি এনে দেওয়ার স্বপ্ন দেখেছিলাম, তা সত্যি হয়েছে। এবার এশিয়ায় ফুটবলকে আরও উন্নত করার আশা রাখছি। এই খবরে স্বভাবতই খুশি রোনাল্ডো ভক্তরা। আল নাসেরে যোগ দেওয়ার পরেই ওই ক্লাবের ইন্সটাগ্রাম ফলো করতে শুরু করেছেন অনেকে। এরফলে ফলোয়ার সংখ্যা বেড়ে গিয়েছে কয়েকগুন।

 

Comments are closed.