চার মাসের মধ্যে গগনচুম্বী রাম মন্দিরের কাজ শুরু হবে অযোধ্যায়, অমিত শাহের ঘোষণা ঝাড়খণ্ডে

ঝাড়খণ্ডের নির্বাচনী সভায় ফের রাম মন্দির তৈরি নিয়ে সুর চড়াল বিজেপি। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ জানালেন, আগামী চার মাসের মধ্যে অযোধ্যায় গগনচুম্বী রাম মন্দির তৈরির কাজ শুরু হবে।
সোমবার ঝাড়খণ্ডের পাকুড়ে নির্বাচনী জনসভায় অমিত বলেন, সুপ্রিম কোর্ট তার রায় দিয়ে দিয়েছে। এবার চার মাসের মধ্যে রাম মন্দির তৈরি হবে অযোধ্যায়। মন্দির গড়ার কাজে বারবার বাধা দিয়ে এসেছে কংগ্রেস। ওদের জন্যই মামলার রায় বেরতে এত দেরি হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কটাক্ষ, কংগ্রেস শাসন না দিয়েছে দেশকে সুরক্ষা, না দিয়েছে নাগরিকদের ভাবাবেগকে সম্মান।
প্রসঙ্গত, গত শুক্রবার ঝাড়খণ্ডের গিরিডিতে নির্বাচনী সভা করতে গিয়ে রাম মন্দির নিয়ে সুর চড়িয়েছিলেন বিজেপির স্টার ক্যাম্পেনার যোগী আদিত্যনাথ। সেখানে জনসাধারণের উদ্দেশে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বার্তা ছিল, ঝাড়খণ্ডের প্রতিটি পরিবার যেন অন্তত ১১ টাকা ও একটা করে ইট দান করে অযোধ্যার রামমন্দির তৈরির কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন।

 

Comments are closed.