ফের সেনা কপ্টার দুর্ঘটনা, মৃত্যু পাইলটের

সেনা কপ্টার দুর্ঘটনায় মৃত্যু হল এক পাইলটের। উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলায় দুর্ঘটনাটি ঘটেছে। শুক্রবার দুপুরে বান্দিপোরার গুরেজ এলাকার তুলাইলের গুজরান নাল্লাহতে ভেঙে পড়ে সেনাবাহিনীর এই কপ্টার। এই দুর্ঘটনায় দুইজন পাইলটের মধ্যে একজন নিহত হয়েছেন। অপর এক পাইলটকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

খবর পাওয়ার পরেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে সংবাদ সংস্থাকে জানানো হয়েছে, হেলিকপ্টারটি বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সদস্যদের আনতে যাচ্ছিল যারা অসুস্থ ছিলেন। তবে কী কারণে এই দুর্ঘটনা, তা জানা যায়নি। তবে আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা বলেও অনুমান করা যাচ্ছে।

কয়েক মাস আগে  তামিলনাডুর সুলুর থেকে উইলিংটনে যাওয়ার পথে কাত্তেরি গ্রামের কাছে ভেঙে পড়ে দেশের সেনা প্রধান বিপিন রাওয়াতের কপ্টার। মৃত্যু হয় সস্ত্রীক বিপিন রাওয়াতের। মৃত্যু হয় আরও অন্যান্য সেনা আধিকারকের।

Comments are closed.