ভারতীয় ফুটবল তো দুর, বিশ্ব ফুটবলে এমন ঘটনার নজির আছে কিনা সন্দেহ। ম্যাচের আগের দিন দুটি দল সাংবাদিক সম্মেলন করে। একই জায়গায় এই সাংবাদিক সম্মেলনের ব্যবস্থা করা হয়। বৃহস্পতিবার আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে কল্যাণীতে ফেডারেশনের যুবদল ইন্ডিয়ান অ্যারোজের মুখোমুখি হবে মোহনবাগান। আর নিয়ম মত হোম টিম হিসাবে, বুধবার দুপুরে দুই দলের সাংবাদিক সম্মেলনের ব্যবস্থা করেছিল মোহনবাগান। যুবভারতী ক্রীড়াঙ্গনে এই সাংবাদিক সম্মেলনটি ছিল। এই ম্যাচ খেলতে কল্যাণীতে রয়েছে অ্যারোজ। সেখান থেকেই কোচ ভেঙ্কটেশ এবং দলের গুরুত্বপূর্ণ ফুটবলার বিক্রমপ্রতাপ সিংয়ের সাংবাদিক সম্মেলনের জন্য কলকাতা আসার কথা ছিল।
কিন্তু বাম, কংগ্রেসের ট্রেড ইউনিয়নের ডাকা ভারত বনধের জন্য কল্যাণী থেকে বের হতে পারেননি তারা। আর এখানেই প্রযুক্তিকে কাজে লাগিয়ে বাজিমাত করেছে সবুজ মেরুন। স্কাইপে সাংবাদিক সম্মেলনের ব্যবস্থা করে মোহনবাগান। এই ঘটনাটি রীতিমতো অভিনব। সেখানে ইন্ডিয়ান অ্যারোজ এর কোচ ভেঙ্কটেশ জানান, ‘মোহনবাগানের মত দলের বিরুদ্ধে খেলা সব সময় চাপের। আমার দলের ফুটবলাররা তরুণ। তবে ওদের কাছে এটা একটা বিশাল সুযোগ। নিজেদের প্রমাণ করার জন্য ওরা সবটুকু দিক।’ অ্যারোজের অনুশীলনে গিয়ে ফুটবলারদের উদ্বুদ্ধ করে আসেন প্রাক্তন জাতীয় ফুটবলার তথা কোচ সুভাষ ভৌমিক।