১৩ জানুয়ারি দিল্লিতে বিরোধী দলের মিটিং বয়কট মমতার! বিধানসভায় সিপিএম-কংগ্রেসকে নিশানা করে একাই লড়ার ঘোষণা

রাজ্যের সিপিএম এবং কংগ্রেসের ‘নোংরা’ রাজনীতির প্রতিবাদে আগামী ১৩ জানুয়ারির দিল্লি সফর বাতিল করলেন মমতা ব্যানার্জি।
বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জি বলেন, সমস্ত বিরোধী দলকে নিয়ে আমিই কংগ্রেসকে বলেছিলাম দিল্লিতে মিটিং ডাকতে। ঠিক করেছিলাম ১৩ তারিখের মিটিংয়ে আমি যাব। কিন্তু রাজ্য সিপিএম এবং রাজ্য কংগ্রেস যেভাবে এখানে গুন্ডামি করছে, নোংরামি করছে, তাতে আমি দিল্লির মিটিং বয়কট করছি। আমি দিল্লি যাচ্ছি না।
বুধবার বনধের দিন মালদার ঘটনার প্রসঙ্গ উল্লেখ করে মমতা বলেন, রাজ্য সিপিএম ও রাজ্য কংগ্রেস গুন্ডামি করছে। এখানে তারা কখনও বিজেপির পক্ষ নেয়, কখনও বিজেপির বিরোধিতা করে। এরপরই মুখ্যমন্ত্রী বলেন, আমি সিপিএম এবং কংগ্রেসের সঙ্গে নেই। একাই বিজেপির বিরুদ্ধে লড়ব, একাই নাগরিকত্ব আইন, এনআরসির বিরোধিতা করব।

Comments are closed.