এটিকের সঙ্গে সংযুক্তিকরণ, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ মোহনবাগান সমর্থকদের, ভরসা রাখার অনুরোধ কর্তাদের

খবরটা ময়দানে ঘুরছিল অনেকদিন থেকেই। বৃহস্পতিবার দুপুর নাগাদ সেই খবরেই সরকারি ছাপ পড়েছে। শতাব্দী প্রাচীন মোহনবাগান মিশে গেছে মাত্র কয়েক বছরের ফ্রাঞ্চাইজি ক্লাব এটিকের সঙ্গে। মোহনবাগানের ৮০ শতাংশ শেয়ার কিনে ফেলেছে এটিকে। যার ফলে বাস্তব বলছে, নতুন দলের ম্যানেজমেন্ট, দল গঠন, দল পরিচালনা সব কিছুই করবে এটিকে। মোহনবাগান কার্যত ক্ষমতাহীন হয়ে পড়বে।
আপাতত যা শোনা যাচ্ছে, তাতে সবুজ-মেরুন জার্সিতে খুব একটা পরিবর্তন হবে না। কিন্তু লোগো বদলাবে নতুন ক্লাবের। স্বাভাবিকভাবেই ক্ষোভ তৈরি হয়েছে মোহনবাগান সমর্থকদের মনে। সোশ্যাল মিডিয়ায় তাঁরা বৃহস্পতিবার সন্ধ্যাবেলা থেকেই একের পর এক পোস্ট করছেন এর বিরুদ্ধে। তাঁদের যুক্তি, প্রিয় মোহনবাগান ক্লাবকে কার্যত বিক্রি করে দিলেন কর্তারা।
এই পরিস্থিতিতে মোহনবাগান কর্তারা কী বলছেন? শুক্রবার বিকেলে মোহনবাগান অনুশীলনে গিয়ে মোহনবাগান শীর্ষ কর্তা দেবাশিস দত্ত জানালেন, ‘অনেকেই বিষয়টা বুঝতে পেরেছেন। খুব অল্প কয়েকজন বুঝতে পারছেন না। তারাও আশা করি খুব দ্রুত বুঝতে পারবেন। এটিকের সঙ্গে মোহনবাগানের সংযুক্তিকরণ একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। যারা বলছে মোহনবাগান নামটা মুছে যাবে, তারা ভুল কথা বলছেন। মোহনবাগান থাকবে স্বমেজাজে। আমরা নিজেরা ক্ষমতা ছেড়ে দিয়েছি। মোহনবাগান ক্লাবের জন্য। আশা করি এবার মোহনবাগান এশিয়ার প্রথম দশটা ক্লাবের মধ্যে থাকবে।’

 

Comments are closed.