ভারত-বাংলাদেশ ম্যাচ: মৃত্যুর মুখ থেকে ফিরে আসা জামালের অধিনায়কত্বে জিততে চায় বাংলাদেশ

বাংলাদেশের অধিনায়ক জামাল ভুয়ান। তাঁর জীবনের গল্প নিয়ে অনায়াসে তৈরি হতে পারে একটি রোমাঞ্চকর সিনেমা। ছ’য়ের দশকের শেষদিকে বাংলাদেশ থেকে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে চলে গিয়েছিল জামালের পরিবার। সেখানেই জন্ম হয় বাংলাদেশ অধিনায়কের। কোপেনহেগেনের যে অঞ্চলে জামাল থাকতেন, অঞ্চলটি দুষ্কৃতী তাণ্ডবের জন্য কুখ্যাত ছিল এক সময়। জামালের যখন ১৭ বছর বয়স, তখন দুষ্কৃতী দলের গোলাগুলির মধ্যে পড়ে প্রায় প্রাণ হারাতে বসেছিলেন। তিনি স্কুল থেকে ফিরছিলেন। হঠাৎ একটি দুষ্কৃতীদলের গুলি চালনার মধ্যে পড়ে যান। শরীরে চারটে বুলেট লাগে। কোনওরকমে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পাঁচ মাস সেখানেই ছিলেন। তারপর শুধু মনের জোরেই মাঠে ফিরে আসেন। ডেনমার্কের লিগে চুটিয়ে খেলেছেন। এখন বাংলাদেশ ফুটবল লিগের অন্যতম সেরা ফুটবলার বাংলাদেশ দলের অধিনায়ক। ভারতের বিরুদ্ধে ম্যাচে নামার আগে জামাল বলছেন, ‘ভারত আমাদের থেকে কিছুটা এগিয়ে আছে। তবে আমরা কাতার ম্যাচে যে ফুটবলটা খেলেছি, সেটাই ভারতের বিরুদ্ধে খেলতে চাই। আমরা জেতার জন্যই মাঠে নামব।’
দলের অন্যতম সিনিয়র ফুটবলার এবং একসময় এটিকে দলে থাকা মামানুল বলছেন, ‘সর্মথকরা সব বাঙালি। তাঁদের সামনে আমাদের সেরা পারফরমেন্স করতে হবে। ভারত এগিয়ে থাকলেও আমরা লড়াই করব। আমরা অনেক সুযোগ তৈরি করছি, কিন্তু গোল করতে পারছি না। ভারতের বিরুদ্ধে সেই সমস্যাটা আমাদের কাটাতে হবে।’

Comments are closed.