মঙ্গলবার তৃতীয় দফায় হাওড়ার ৭ কেন্দ্রে ভোট, দেখে নেব ২০১৬ আর ১৯’ এর ফল কী ছিল?

তৃতীয় দফায় ভোট মঙ্গলবার, ৬ এপ্রিল। প্রথম দু’দফায় ৬০ আসনে ভোট হয়ে যাওয়ার পর এবার তৃতীয় দফায় ভোট হবে ৩ জেলার মোট ৩১ আসনে। এরমধ্যে রয়েছে হাওড়ার ৭ কেন্দ্র। উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর, জগতবল্লভপুর।

এই কেন্দ্রগুলিতে ২০১৬ আর ২০১৯’ এর ফল কী ছিল?

উলুবেড়িয়া উত্তর আসনে ১৬ সালে জেতেন তৃণমূলের নির্মল মাজি। ২০১৯ লোকসভায় ১৪ হাজারের মতো ভোটে এগিয়ে তৃণমূল।
একুশের ভোটেও এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী ডাক্তার নির্মল মাজি। তার মূল প্রতিপক্ষ বিজেপি প্রার্থী চিরন বেরা। সিপিএমের অশোক দোলুই এই আসনে প্রার্থী।

২০১৬ সালে উলুবেড়িয়া দক্ষিণে জেতেন তৃণমূলের পুলক রায়। ১৯ এর লোকসভায় ২৫ হাজার ভোটে এগিয়ে তৃণমূল।
এবারেও পুলক রায়ের কাঁধে ভরসা রেখে তাকেই প্রার্থী করেছে তৃণমূল। অন্যদিকে এই কেন্দ্রে আইএসএফ প্রার্থী কুতুবউদ্দিন আহমেদ। এই কেন্দ্রে এবার বিজেপির তারকা প্রার্থী পাপিয়া অধিকারী।

শ্যামপুরে বিধানসভায় ১৬ সালে জয়ী হন তৃণমূলের কালিপদ মণ্ডল। ২০১৯ সালের লোকসভাতে ২৫ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল।
এখানে তৃণমূল প্রার্থী কালিপদ মণ্ডল। কংগ্রেসের প্রার্থী অমিতাভ চক্রবর্তী আর পদ্ম টিকিটে লড়াই করছেন অভিনেতা তনুশ্রী চক্রবর্তী।

বাগনান কেন্দ্রে ১৬ সালে তৃণমূলের প্রতীকে জিতেছিলেন অরুণাভ সেন। লোকসভায় ৪০ হাজারের বেশি ব্যবধানে এগিয়ে তৃণমূল।
এই কেন্দ্রে ঘাসফুল চিহ্নে লড়াই করছেন অরুণাভ সেন (রাজা)। সিপিএম প্রার্থী বসির আহমেদ। আর বিজেপির প্রার্থী অনুপম মল্লিক।

আমতা কেন্দ্রে ২০১৬ বিধানসভা ভোটে জিতেছিলেন কংগ্রেসের অসিত মিত্র। ২০১৯ সালে ৩৪ হাজারের বেশি ভোটে এগিয়ে আছে তৃণমূল।
কংগ্রেস প্রার্থী করেছে অসিত মিত্রকে। তৃণমূল প্রার্থী হয়েছেন সুকান্ত পাল। বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য।

উদয়নারায়ণপুর আসনে ২০১৬ সালে জয়লাভ করেছিলেন তৃণমূলের সমীরকুমার পাঁজা। ২০১৯ এর লোকসভায় ৩৮ হাজারের লিড ধরে রেখেছে তৃণমূল।
এখানে এইবারেও তৃণমূল প্রার্থী সমীরকুমার পাঁজা। কংগ্রেস প্রার্থী অলোক কোলে আর বিজেপির টিকিট পেয়েছেন সুমিত রঞ্জন কাঁড়ার।

জগতবল্লভপুর কেন্দ্রে ২০১৬ সালে জেতেন তৃণমূলের আব্দুল গনি। ২০১৯ লোকসভা ভোটেও ১০ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল।
২০২১ এর নির্বাচনে তৃণমূল প্রার্থী সীতানাথ ঘোষ। আইএসএফের শেখ সাব্বির আহমেদ লড়ছেন আর বিজেপি প্রার্থী অনুপম ঘোষ।

Comments are closed.