শিয়রে পাঁচ রাজ্যের ভোট, নাড্ডার সভাপতিত্বে শুরু বিজেপির মেগা বৈঠক 

শিয়রে পাঁচ রাজ্যের বিধানসভা ভোট।  এই আবহে জাতীয় পদাধিকারীদের নিয়ে বৈঠকে বসল বিজেপির শীর্ষ নেতৃত্ব। বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি জেপি নাড্ডার পাশাপাশি সশরীরে কিংবা ভার্চুয়ালি বৈঠকে হাজির থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

শেষবার এধরনের বড় মাপের বৈঠক হয়েছিল ২০১৯ রামলীলা ময়দানে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছ থেকে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম এধরনের বৈঠকে সভাপতিত্ব করবেন জেপি নাড্ডা। সুতরাং সবদিক থেকে বিজেপির এই হাইভোল্টেজ বৈঠকের দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলে। 

রাজনৈতিক মহলের মতে, মূলত পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়ে জাতীয় পদাধিকারী নেতৃত্বকে প্রয়োজনীয় নির্দেশ দেবেন জেপি নাড্ডা, নরেন্দ্র মোদীর। 

জেপি নাড্ডা ছাড়াও বৈঠকের সভাপতিত্ব করবেন দলের সাধারণ সম্পাদক বি এল সন্তোষ।  বিজেপি সূত্রে খবর, বিধানসভা নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি আরও একাধিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে। জানা গিয়েছে, বৈঠক দল ও সংগঠন নিয়ে বিশেষ বার্তা দিতে পারেন শীর্ষ নেতৃত্ব। দলের বিস্তার নিয়ে আলোচনা হতে পারে। এছাড়াও কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা, নানা প্রকল্পের কথা দেশের আমজনতার কাছে কীভাবে পৌঁছে দেওয়া যায় তা নিয়েও নানান কৌশল নির্ধারণ হবে বৈঠকে। এছাড়াও কেন্দ্রীয় সরকারের ১০০ কোটি টিকাকরনের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে। 

বৈঠকে বিজেপির সমস্ত জাতীয় সভাপতি, সহ সভাপতি, মোর্চা প্রধানরা এবং জাতীয় মুখপাত্ররা উপস্থিত থাকবেন। অন্যান্য নেতৃত্বের পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকে অনুপম হাজরা উপস্থিত থাকবেন।  

Comments are closed.