গ্রেট্রার নয়ডায় ভেঙে পড়ল নির্মীয়মাণ দুই বহুতল। মৃত কমপক্ষে ৩, ধ্বংসস্তুপের তলায় আটক বহু।

গ্রেটার নয়ডায় দুটি নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে কমপক্ষে মৃত্যু হয়েছে তিনজনের। ধ্বংসস্তুপের তলায় আটকে রয়েছেন বহু মানুষ। সংবাদসংস্থা সূত্রে খবর, মঙ্গলবার রাত ন’টা নাগাদ আচমকাই ভেঙে পড়ে বহুতল দুটি। উদ্ধারকার্য শুরু করেছে গ্রেটার নয়ডা থানার পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। গ্রেটার নয়ডা প্রশাসন সূত্রে খবর, বেআইনিভাবে নির্মাণ হচ্ছিল বহুতল দুটির। পুলিশ গ্রেফতার করেছে ওই বহুতলের নির্মাতাদের। মুখ্য দমকল আধিকারিক অরুণ কুমার সিংহ জানিয়েছেন, যে সময় ওই বহুতল দুটি ভেঙে পড়ে তখন কমপক্ষে সেখানে ১২ জন শ্রমিক কর্মরত ছিলেন। তাঁরা সকলেই চাপা পড়েছেন বলে আশঙ্কা করছেন উদ্ধারকারী দলের সদস্যরা। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি ডগ স্কোয়াডকেও উদ্ধারকার্যে নামানো হয়েছে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব ধ্বংসস্তুপের তলায় আটকদের উদ্ধার করে তাদের চিকিৎসার বন্দোবস্ত করার।

Leave A Reply

Your email address will not be published.