“রক্ত দিয়ে কেনা মাটি কাগজ দিয়ে নয়”, সিএএ-এনআরসি’এর বিরুদ্ধে প্রতিবাদের সুর ডার্বিতে

নতুন বছরের প্রথম ডার্বি। কলকাতা চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল মুখোমুখি হলে সব সময়ই উত্তেজনা থাকে তুঙ্গে। একদিকে লিগ টেবিলে নিজেদের শীর্ষস্থান ধরে রাখার জন্য যখন মাঠে নেমেছিল সবুজ-মেরুন ব্রিগেড, অন্যদিকে তখনই লিগ টেবিলে পাঁচ নম্বরে থাকা লাল-হলুদ শিবিরের লক্ষ্য ছিল ঘুরে দাঁড়ানো। গোটা স্টেডিয়াম যখন খেলার উন্মাদনায় মেতে ছিল, ঠিক তখনই নজর কাড়ল একটা অন্য বিষয়। ইস্টবেঙ্গল গ্যালারিতে দেখা গেল একটি পোস্টার। তাতে স্পষ্ট লেখা, “রক্ত দিয়ে কেনা মাটি, কাগজ দিয়ে নয়।”
বড় ম্যাচের ফলাফলকেও ছাপিয়ে খবরের শিরোনামে উঠে এল সিএএ, এনআরসি বিরোধিতার ছবি, যা রবিবার সন্ধ্যার পর থেকে রীতিমতো ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।
সিএএ এবং এনআরসি’র প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। শাহিনবাগ থেকে পার্ক সার্কাস পর্যন্ত রাত জাগছেন হাজার হাজার মানুষ। আর প্রতিবাদের সেই আঁচ এবার ছড়িয়ে পড়ল যুবভারতী ক্রীড়াঙ্গনে। লাল-হলুদ দর্শকদের মাঝে বড় বড় করে বাংলা হরফে লেখা পোস্টারটির মাধ্যমে পরিষ্কার জানিয়ে দেওয়া হল, “কাগজ আমরা দেখাবো না।” ফুটবলের পাশাপাশি প্রতিবাদের এই ভাষায় নজির গড়ল কলকাতা।

 

Comments are closed.