কেন্দ্র বেচতে চাইলেও কেনার খদ্দের নেই, এখনই বিক্রি হচ্ছে না ভারত পেট্রোলিয়াম

ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন আপাতত বিক্রি হচ্ছে না। বিক্রয় সিদ্ধান্ত প্রত্যাহার করেছে কেন্দ্র। সম্প্রতি এমনটাই জানা গিয়েছে। কারণ হিসেবে জানা গিয়েছে, কেন্দ্র বিক্রির সিদ্ধান্ত নিলেও এই মুহূর্তে কোনও সংস্থা তা কিনতে রাজি নয়। কয়েকটি সংস্থা আগ্রহ দেখালেও এখন তারা পিছিয়ে এসেছে। 

দীর্ঘ দিন ধরেই ভারত পেট্রোলিয়ামে সম্পূর্ণ অংশদারীত্ব বিক্রি করতে চাইছে কেন্দ্র। সেই মতো পরিকল্পনাও তৈরি করা হয়েছিল। ২০২০ মার্চ মাসের মধ্যে টেন্ডার জমা দেওয়ার বিজ্ঞপ্তিও জারি করা হয়েছিল। বেশ কয়েকটি সংস্থা আগ্রহও দেখিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা পিছিয়ে আসে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বিশ্ব বাজার জুড়ে মূল্য বৃদ্ধি। তার ওপরে করোনা পরিস্থিতি। সব মিলিয়ে তেলের বাজারে এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি বিশ্বজুড়েই বিকল্প জ্বালানির চাহিদা বাড়ছে। সূত্রের খবর, এরকম একাধিক কারণেই এই মুহূর্তে ভারত পেট্রোলিয়াম কেনার ঝুঁকি নিতে চাইছে না সংস্থাগুলি। যে কারণেই কেন্দ্র বিক্রির সিদ্ধান্ত প্রত্যাহার করেছে। 

Comments are closed.