নারদ কাণ্ডে মুকুল রায়কে ৩ ঘণ্টা জেরা সিবিআইয়ের, ম্যাথু স্যামুয়েল-কে ডি সিংহকে জেরার পরই ডাক বিজেপি নেতাকে

সিবিআই জেরার মুখে বিজেপি নেতা মুকুল রায়। বুধবার দুপুর ৩ টে নাগাদ দিল্লিতে সিবিআইয়ের সদর দফতরে ঢুকতে দেখা যায় মুকুল রায়কে। নারদ স্টিং কাণ্ড নিয়ে তাঁকে প্রায় ৩ ঘণ্টা জেরা করা হয়েছে। সূত্রের খবর, মুকুল তদন্তকারীদের জানিয়েছেন, কোনও ফুটেজেই তাঁকে টাকা নিতে দেখা যায়নি।তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। ফের তাঁকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সিবিআই সূত্রে খবর।

এদিকে একইদিনে নারদ কর্ণধার ম্যাথু স্যামুয়েল এবং কে ডি সিংহকে মুখোমুখি বসিয়ে জেরা করেছে সিবিআই। সূত্রের খবর, কার স্টিং করতে হবে, তা কে ডি সিংহ বলে দিয়েছিলেন বলে দাবি করেছেন ম্যাথু। পাশাপাশি স্টিং অপারেশন চলাকালীনও কে ডি সিংহের সঙ্গে বারকয়েক ম্যাথু স্যামুয়েলের কথা হয়েছিল বলেও দাবি তাঁর। ম্যাথু স্যামুয়েলকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্টিং অপারেশন করারও নির্দেশ কে ডি সিংহ দিয়েছিলেন বলে তদন্তকারীদের জানিয়েছেন তিনি। উত্তরে কে ডি সিংহ তদন্তকারীদের জানিয়েছেন, ম্যাথু স্যামুয়েল তাঁর সংস্থায় চাকরি করতেন বলেই পরিচয় ছিল। কিন্তু স্টিং অপারেশন নিয়ে তিনি ম্যাথ্যুকে কোনও নির্দেশ বা পরামর্শ দেননি। এরপরই দিল্লির সিবিআইয়ের সদর দফতর তলব করে বিজেপি নেতা মুকুল রায়কে।

Comments are closed.