ছন্দা কোচার, বেনুগোপাল ধূতের বিরুদ্ধে সিবিআই মামলা করার পরদিনই বদলি করে দেওয়া হল তদন্তকারী অফিসারকে

আবার খবরের শিরোনামে সিবিআই। সিবিআই-এর অন্দরের ঘুষ কাণ্ড নিয়ে ইতিমধ্যেই সংস্থার বিশ্বাসযোগ্যতা কার্যত তলানিতে। কে পাকাকাকি ডিরেক্টর হবেন তাও চূড়ান্ত করতে পারেনি কেন্দ্র। এবার তৈরি হল নতুন বিতর্ক।
আইসিআইসি ব্যাঙ্কের প্রাক্তন সিইও ছন্দা কোচার, তাঁর স্বামী দীপক কোচার এবং ভিডিওকন সংস্থার কর্ণধার বেনুগোপাল ধূতের বিরুদ্ধে চালু হওয়া মামলার তদন্তকারী অফিসারকে রাতারাতি বদলি করে দেওয়া হল। সিবিআই-এর ব্যাঙ্কিং সিকিউরিটিজ ফ্রড সেলের অফিসার সুধাংশু ধর মিশ্র, যিনি ছন্দা কোচার, দীপক কোচার এবং বেনুগোপাল ধূতের বিরুদ্ধে আইসিআইসি ব্যাঙ্কের ৩ হাজার কোটি টাকারও বেশি বেনিয়ম করে তছরুপের মামলার মূল তদন্তকারী ছিলেন, তাঁকে বৃহস্পতিবার রাঁচিতে বদলি করে দেওয়া হল। প্রসঙ্গত, তার আগের দিনই সুধাংশু ধর মিশ্র এই মামলা চালু করেছিলেন।
সবচেয়ে তাৎপর্যপূর্ণ, সিবিআই এই হাই প্রোফাইল মামলা চালু করার পরই অরুণ জেটলি ঘুরিয়ে সিবিআই-এর সমালোচনা করেছিলেন। তারপরই তদন্তকারী অফিসারকে বদলি করে দেওয়া হল।

Comments are closed.