করোনার থাবা দিল্লির নির্বাচন সদনে, সংক্রমিত মুখ্য নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার

আইসোলেশনে থেকে নির্বাচনী প্রক্রিয়া পর্যালোচনা করবেন বলে জানা গেছে

করোনার থাবা এবার দিল্লির নির্বাচন সদনে। করোনা সংক্রমিত হলেন মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র এবং অন্যতম নির্বাচন কমিশনার রাজীব কুমার। আইসোলেশনে থেকে নির্বাচনী প্রক্রিয়া পর্যালোচনা করবেন বলে জানা গেছে।

সূত্রের খবর, কলকাতায় মুখ্য নির্বাচনের আধিকারিকের দফতরেও ৩০ জন কর্মী কোভিড পজেটিভ। অর্থাৎ নির্বাচন প্রক্রিয়া চলাকালীন করোনার থাবা দিল্লির নির্বাচন সদন থেকে কলকাতার অফিসেও।

রাজ্যে করোনা পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। সংক্রমণের হার লাফিয়ে বাড়ছে। এই অবস্থায় তৃণমূল নেত্রী নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে আর্জি জানান, বাকি তিন দফার ভোট যাতে একদিনে করানো হয়। কমিশন সেই প্রস্তাব খারিজ করে দেয়। পঞ্চম দফার ভোটের আগে নির্বাচন কমিশন সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছিল। সেখানে করোনা নিয়ন্ত্রণে নির্বাচনী প্রচারে কঠোর ভাবে করোনা বিধি মানার কথা বলেছে সবকটি রাজনৈতিক দল।

Comments are closed.